প্রশ্নের মুখে নারী সুরক্ষা! নির্ভয়া তহবিলে বরাদ্দ কয়েক কোটি, খরচে বাংলা কত নম্বরে জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের নারী সুরক্ষা। যে রাজ্যের (West Bengal) মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে এমন নারকীয় ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। এই আবহে এবার প্রকাশ্যে এল নির্ভয়া তহবিল নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য।

  • নির্ভয়া তহবিল খরচে কত নম্বরে রাজ্য (West Bengal)?

২০১২ সালে দিল্লির নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে কেঁপে উঠেছিল গোটা দেশ। এরপর ২০১৩ সালে, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে কেন্দ্রের তরফ থেকে গঠিত হয় নির্ভয়া তহবিল (Nirbhaya Fund)। নারী সুরক্ষা বৃদ্ধির জন্য ১০০০ কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছিল এই তহবিল। প্রত্যেক বছর সাধারণ বাজেটে এই তহবিলে টাকা বরাদ্দ করা হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যও অর্থ পায়। তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, খরচের নিরিখে অনেক পিছিয়ে রয়েছে বাংলা।

  • প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য!

২০১৯ সালে অন্যান্যদের পাশাপাশি পশ্চিমবঙ্গের (West Bengal) দুই সাংসদ, তৃণমূলের মালা রায় এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী নির্ভয়া তহবিল থেকে কোন রাজ্য কত টাকা পেয়েছে সেটা জানতে চেয়েছিলেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সেই তথ্য প্রকাশ্যে আনা হয়। কোন রাজ্য কত টাকা বরাদ্দ পেয়েছে সেই হিসেব তুলে ধরা হয়েছিল।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে শিরোনামে অভীক দে! কে এই ব্যক্তি? আসল পরিচয় মাথা ঘুরিয়ে দেবে

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রকাশ্যে আনা সেই পরিসংখ্যানে দেখা গিয়েছিল, সেই সময় অবধি কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য ৭৫.৭০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে (Central Government) পাঠানো খরচের অঙ্কটা ছিল ৩ কোটি ৯৩ লক্ষের কাছাকাছি। ২০১৯ সালে একটি বেসরকারি সংস্থার দ্বারা কোন রাজ্যে নির্ভয়া তহবিলের টাকা কেমন খরচ হয়েছে সেটা নিয়ে একটা সমীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে, এই তহবিলের টাকা খরচের তালিকায় ২৯ নম্বরে রয়েছে বাংলার নাম। যদিও শুধু পশ্চিমবঙ্গ নয়, এদেশের একাধিক রাজ্যীই তহবিলের টাকা খরচ নিয়ে ‘অনীহা’ চোখে পড়েছে।

West Bengal Nirbhaya Fund Mamata Banerjee Narendra Modi

নির্ভয়া তহবিলের পাশাপাশি ‘সেফ সিটি’তেও (Safe City) কলকাতার জন্য বরাদ্দ করা হয়েছিল। দিল্লি, মুম্বই, লখনউ, আমেদাবাদ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাইয়ের পাশাপাশি সেই তালিকায় নাম ছিল তিলোত্তমার। ওই জন্য প্রায় ৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। এখনও অবধি কেন্দ্রের তরফ থেকে ১৪০৮.৩৩ কোটি টাকা পাঠানো হয়েছে। তবে দেশের মধ্যে সর্বাধিক খরচ হয়েছে ৮৩৬.৩৯ কোটি টাকা।

আরজি কর কাণ্ডের পর পশ্চিমবঙ্গে (West Bengal) নারী নিরাপত্তার বিষয়টি প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। হাসপাতালের ভেতরে যেভাবে একজন চিকিৎসককে ধর্ষিতা হয়ে খুন হতে হল তা ভাবাচ্ছে অনেককে। এই আবহে এবার নির্ভয়া তহবিল খরচে বাংলার পিছিয়ে থাকার তথ্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর