বাংলা হান্ট ডেস্ক: পঞ্চায়েত ভোটের বাকি ২৪ ঘন্টা। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department) জানিয়েছে, উত্তরবঙ্গে (North Bengal) আরও ২-৩ দিন হবে বৃষ্টি। অর্থাৎ এবছর খুব সম্ভবত বৃষ্টিতে ভিজেই ভোট দিতে যাবেন উত্তরের মানুষ। আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা (Red Alert) থাকবে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ (South Bengal) বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। আগামী ১০ জুলাই পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস।
উত্তরবঙ্গের (North Bengal) উপরের ৫ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হল উত্তরের একাধিক জায়গায়। মালদা ও দুই দিনাজপুরেও হালকা বৃষ্টি হবে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সামগ্রিকভাবে উত্তরবঙ্গে পাঁচ দিনে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস আগামী ১২ জুলাই পর্যন্ত কলতকাতা ও আশেপাশের অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। দফায় দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রির মাঝে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায়, ঘাম ঝরবে। তাপমাত্রা একই রকম থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে দুদিনের পর থেকে তাপমাত্রার একটু পতন হবে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেক ৩ ডিগ্রি কমবে বলে পূর্বাভাস।