বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছর মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় (OBC Certificate) ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার (West Bengal Government)। আপাতত শীর্ষ আদালতে ঝুলে রয়েছে সেই মামলা।
সুপ্রিম কোর্ট (Supreme Court) সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র নিয়ে মামলার শুনানি হবে আগামী ৯ ডিসেম্বর। শুক্রবার বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে, ৯ ডিসেম্বর বাংলার ওবিসি মামলার বিস্তারিত শুনানি হবে। সেদিন কোনো সিদ্ধান্তে আসা যেতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ার বিষয় নিয়ে আর্জি জানান।
রাজ্যের আইনজীবী বলেন, ৭৭টি অনগ্রসর শ্রেণির শংসাপত্র খারিজ হয়ে গিয়েছে। যার জেরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। ওই ৭৭টি অনগ্রসর শ্রেণির মধ্যে কেন্দ্রীয় তালিকার OBC রয়েছে। সার্টিফিকেট দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তালিকা, মণ্ডল কমিশনের সুপারিশ থেকে, প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে। নিয়োগের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ভর্তিতে সমস্যা হচ্ছে।
যদি আপাতত স্থগিতাদেশ দিয়ে পরে মামলার মূল বিষয়ে শুনানি করা যায় সেই বিষয় বিবেচনার আর্জি জানান কপিল সিব্বল। এর আগেও রাজ্যের আইনজীবী কপিল সিবাল জানান, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য বহু মানুষ অপেক্ষায় রয়েছেন। হাইকোর্টের রায়ের উপর যাতে স্থগিতাদেশ দেওয়া হয় সেই আর্জি জানানো হয়েছিল রাজ্যের তরফে। তবে স্থগিতাদেশ মেলেনি সেই সময়।
আরও পড়ুন: এত্ত ছুটি সব মাটি! ২০২৫ সালে সরকারি কর্মচারীদের ছুটি কবে কবে? তালিকা দিল নবান্ন
প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। মে মাসে ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয় কলকাতা হাইকোর্টের রায়ে। যার জেরে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। উচ্চ আদালতের সেই রায়ের বিরোধীতা করে শীর্ষ আদালতের দরবারে যায় রাজ্য। সেই মামলাই চলছে সুপ্রিম কোর্টে।