বাংলা হান্ট ডেস্কঃ আজ পঞ্চায়েত নির্বাচন ২০২৩ (West Bengal Panchayat Poll 2023)। রাজ্যজুড়ে গণতন্ত্রের উৎসব! তবে সময় যত গড়াচ্ছে সেই উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। ভোটের দিন সকালেই ফের উত্তপ্ত কোচবিহার (Coochbehar)। কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে (BJP Polling Agent) গুলি করে খুন।
ভোট শুরু না হতেই ফের ভোটের বলি। সূত্রের খবর, নিহত বিজেপির পোলিং এজেন্টের নাম মাধব বিশ্বাস। শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। ভোটের দিন ঘোষণার পর থেকে যে হিংসা, অশান্তি শুরু হয়েছিল আজও সেই ধারা অব্যাহত। এককথায় রক্তাক্ত গ্রাম বাংলার ভোট।
শুক্রবার রাতেও উত্তপ্ত ছিল কোচবিহার। কোচবিহারের তুফানগঞ্জে খুন হয় তৃণমূল কর্মী৷ সূত্রের খবর, বুথ ক্যাম্পে কাজ করার সময় হামলায় নিহত হয় তৃণমূল কর্মী গণেশ সরকার। অভিযুক্ত গেরুয়া শিবির। শাসকদলের অভিযোগ, তৃণমূল কর্মীর উপর হামলা চালায় বিজেপি। বুথ ক্যাম্পে কাজ করে বাড়ি ফেরার সময় পিছন থেকে অন্ধকারে তাদের ধারাল অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় গণেশ দাস নামে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
গতকাল মাঝরাতে ফের উত্তপ্ত হল মুর্শিদাবাদ (Murshidabad)। মুর্শিদাবাদের রেজিনগরের ঝিকরা গ্রামে বোমা মেরে খুনের অভিযোগ। তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। যথারীতি অভিযোগ অস্বীকার কংগ্রেসের।
উত্তর ২৪ পরগনার দত্তপুুকুরের খুন নির্দল প্রার্থীর সমর্থক। কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। দফায় দফায় উত্তপ্ত হয়েছে ওঠে এলাকা। অভিযোগ রাতে নির্দল প্রার্থী-সমর্থকদের ওপর বাঁশ, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তৃণমূলের দুষকৃতীরা। চলে বোমাবাজি। ভেঙে দেওয়া হয় নির্দলদের ক্যাম্প।
সকালে ফের ছড়াল উত্তেজনা। নির্দল ও তৃণমূলের সমর্থকদের মধ্যে হাতাহাতি। দূরে দাড়িয়ে দেখছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপাল পুলিশ। অন্যদিকে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় নয়া মোড়। শনিবার কংগ্রেস কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ উদ্ধার হয় খড়গ্রাম থেকে। প্রসঙ্গত, কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনে অভিযুক্ত ছিলেন এই তিনি।