বোমা মেরে বুথ দখলের চেষ্টা! অনুব্রতহীন বীরভূমে দাপিয়ে বেড়াচ্ছে নির্দল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ শনিবার রাজ্যজুড়ে একদফায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। আর তারপর থেকেই দিকে দিকে সংঘর্ষ, একের পর এক মৃত্যু। দেদার বোমাবাজি, চলছে গুলিবর্ষণ। বুথের ভিতরে-বাইরে গোলমাল, অবাধে ভোট লুঠের ছবি দিকে দিকে। এরই মধ্যে এবার ভোট শুরুতেই বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠল নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

এদিন সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের বেজাগ্রামের ১৫ নম্বর আসনে। সূত্রের খবর, এদিন নির্দিষ্ট সময়ে ভোট শুরু হয় গ্রামের দুটি বুথে। ১৫ নম্বর আসনে নির্দল প্রার্থী রয়েছেন সামাইল শেখ। তৃণমূল প্রার্থী (Trinamool Congress Candidate) রয়েছেন আবাদি মল্লিক।

panchayat poll

শাসকদলের আবাদির অভিযোগ নির্দলের দুষ্কৃতীরা চারটি বোমা ফাটায়। অভিযোগ, বুথের ভিতর ঢুকে ব্যালট বক্স বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ভাংচুর করা হয় ভোটের জিনিসপত্র। শুধু তাই নয়, রীতিমতো মারধর করা হয় আবাদিকে। জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল প্রার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে ভোট বন্ধ রয়েছে সেখানে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X