গণতন্ত্রের উৎসব যেন বিভীষিকা! নির্বাচনের আগে মৃত্যুর ধারা অব্যাহত, ভোটের বলি বেড়ে ২৪

বাংলা হান্ট ডেস্কঃ আজ রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট (West Bengal Panchayat Poll 2023)। গণতন্ত্রের উৎসব! তবে এই উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। ভোটের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত বাংলা, চলছে হিংসা। আর ভোটের দিনে এসেও সেই ধারা অব্যাহত।

ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ। তার আগেই একের পর এক মৃত্যুর ঘটনা। রেজিনগরে শাসকদলের কর্মীকে (Trinamool Congress Worker) বোমা মেরে খুন, বারাসাতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন, তুফানগঞ্জে খুন টিএমসি কর্মী। সবমিলিয়ে ভোটের বলি ২২।

গ্রাম বাংলার ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার অভিযোগ। গতকাল মাঝরাতে ফের উত্তপ্ত হল মুর্শিদাবাদ (Murshidabad)। মুর্শিদাবাদের রেজিনগরের ঝিকরা গ্রামে বোমা মেরে খুনের অভিযোগ। তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। যথারীতি অভিযোগ অস্বীকার কংগ্রেসের।

উত্তর ২৪ পরগনার দত্তপুুকুরের খুন নির্দল প্রার্থীর সমর্থক। কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। দফায় দফায় উত্তপ্ত হয়েছে ওঠে এলাকা। অভিযোগ রাতে নির্দল প্রার্থী-সমর্থকদের ওপর বাঁশ, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তৃণমূলের দুষকৃতীরা। চলে বোমাবাজি। ভেঙে দেওয়া হয় নির্দলদের ক্যাম্প।

সকালে ফের ছড়াল উত্তেজনা। নির্দল ও তৃণমূলের সমর্থকদের মধ্যে হাতাহাতি। দূরে দাড়িয়ে দেখছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপাল পুলিশ। অন্যদিকে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় নয়া মোড়। শনিবার কংগ্রেস কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ উদ্ধার হয় খড়গ্রাম থেকে। প্রসঙ্গত, কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনে অভিযুক্ত ছিলেন এই তিনি।

WB9

অন্যদিকে, কোচবিহারের (Coochbehar) ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুনের অভিযোগ। নিহত বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাস। তৃণমূলের বিরুদ্ধে গুলি করে খুনের অভিযোগ। উত্তপ্ত গোটা এলাকা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর