ছাপ্পা দিতে যাওয়াই কাল হল! নদীয়ায় তৃণমূল কর্মীকে ফেলে পেটাল এলাকাবাসী

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গজুড়ে পঞ্চায়েত (West Bengal Panchayat Election 2023) দামামা। ভোট শুরুর সময় থেকেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে উঠে আসছে সংঘর্ষের চিত্র। এখনও পর্যন্ত পঞ্চায়েতের বলি ২৮। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্যের সাধারণ মানুষ। তবে তাই বলে ভোট থামেনি। কোথাও ভয়, আতঙ্ক মাথায় করে চলছে ভোট আর কোথাও চলছে দেদার ভোট লুঠ।

এরই মধ্যে নদীয়ার (Nadia) চাপড়ার মহেশনগর গ্রামে তৃণমূলের (Trinamool Congress) দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোট লুঠ করার অভিযোগ। সূত্রের খবর, সকালে শাসকদলের গুন্ডারা ভোট লুঠ করতে এলে তাদেরকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে একজনকে বেধড়ক মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

এলাকায় চলে তান্ডব। তিনটি মোটর বাইক ভাঙচুর করা হয়। ওই একজন বাদে তৎক্ষণাৎ বাকি দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের কথায়, প্রায় ৩০ জন এসেছিল বাইকে করে ভোট লুট ও ছাপ্পা মারতে। গ্রামবাসীরা ধরে মাথা চুরি করলে বাকিরা পালিয়ে যায়।

tmc flag

ওই তৃণমূল কর্মীদের মধ্যে একজনকে ধরে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় এক বাসিন্দার কথায়, “সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল। হঠাৎ বেশ কয়েক বাইক নিয়ে ৩০ জন মতো এসে লুঠপাঠ চালায়। তারা সবাই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর