ভোট সন্ত্রাস অব্যাহত! মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমা বর্ষণ

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার রাজ্যের ১৯টি জেলাতে ফের হচ্ছে র্নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে গিয়েছে একাধিক জায়গায় পুনর্নির্বাচন (Panchayat Election Repoll)। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সবমিলিয়ে মোট ৬৯৬টি বুথে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) নজরদারিতে ভোটগ্রহণ। মোতায়েন রাজ্য পুলিশও। তবে হিংসা-অশান্তি কী কমেছে? উত্তর থেকে দক্ষিণ একাধিক জায়গা থেকে যে চিত্র উঠে আসছে তাতে কিন্তু এখনও অশান্তি অব্যাহত।

রবিবার রাতেও রাজ্যজুড়ে একাধিক অশান্তি। প্রাণও গেল এক তৃণমূল কর্মী (TMC Worker)। মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরে প্রাণ গেছে এক তৃণমূল কর্মীর। শনিবার ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত হয়েছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে ফের উত্তপ্ত কোচবিহার।

রবিবার রাতে দিনহাটায় (Dinhata) ১ নম্বর ব্লকের কংগ্রেস প্রার্থী (Congress Candidate) নূর নাহার বিবির বাড়ি লক্ষ্য করে ছোড়া হল ‘গুলি-বোমা’। বাড়িতে চালানো হল তাণ্ডব। ভয়ে-আতঙ্কে কেঁদে ফেললেন সেই কং প্রার্থী। দিনহাটার এই বুথে আজ পুনর্নির্বাচন চলছে। শনিবার সকালে ভোট দিয়ে বাড়ি ফেরার দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছিলেন রানিনগরের কাতলামারীর এক তৃণমূল কর্মী। সূত্রের খবর রবিবার রাতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর।

অন্যদিকে আজ ভোট দিতে যেতে দিচ্ছে না তৃণমূল। ভোট দিতে গেলেই মিলছে হুমকি, দেখানো হচ্ছে ভয়। পুনর্নির্বাচনের দিনও, শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সরব নদিয়ার শ্রীকৃষ্ণপুরের মানুষজন। প্রতিবাদ জানাতে চললো প্রতিবাদ।

vote 2023

পঞ্চায়েত ভোট সন্ত্রাসে প্রাণ গেল আরও। কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্যু হয়েছে আজ। অভিযোগ, শনিবার ভোট দিয়ে ফেরার সময় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন তিনি। আজ সকালে মৃত্যু হয় তাঁর। সবমিলিয়ে নির্বাচন হোক বা পুনর্নির্বাচন, এখনও অশান্ত বাংলা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর