বকেয়া DA-র দাবি ঘিরে প্রতিবাদ! ৪৪ জন আন্দোলনকারীকে গ্রেফতার, জামিন অযোগ্য ধারায় মামলা

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) এবং তা সংক্রান্ত আন্দোলন নিয়ে রণক্ষেত্র কলকাতা। পরবর্তীতে পুলিশের বিরুদ্ধে ঘুষি মারার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। তবে সেই অভিযোগ মানা তো দূরের কথা, বরং ৪৪ জন আন্দোলনকারীদের গ্রেফতার করল পুলিশ। একইসঙ্গে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে খবর। এক্ষেত্রে পুলিশের দাবি অনুযায়ী, মহিলা পুলিশ কনস্টেবল এবং আরো তিন পুলিশ কর্মীকে মারধর করেছে আন্দোলনকারীরা।

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফ থেকে কর্মচারীদের বকেয়া ডিএ না মেটানো নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে বিতর্ক ডানা বাঁধতে শুরু করেছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে প্রতিবাদে নেমেছে বিরোধী দলগুলি। একইসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে সরকারি কর্মচারীদের একাংশ।

সেই ধারা বজায় রেখে এদিন ধর্মতলা থেকে বিধানসভা থেকে অগ্রসর হতে থাকে বিশাল সংখ্যক আন্দোলনকারীরা। এক্ষেত্রে DA বকেয়া থাকলেও রাজ্য সরকার কেন তা মেটাচ্ছে না, এই দাবি তুলে প্রতিবাদ করে সকলে। সূত্রের খবর অনুযায়ী, বিক্ষোভকারীদের আটকানোর জন্য ব্যারিকেড রাখা হয় এবং পরবর্তীতে আন্দোলনকারীরা এগোতে গেলে তাদেরকে এক প্রকার জোর করে গাড়িতে তোলে পুলিশ।

অভিযোগ, সেই সময় পুলিশকে মারধর করে আন্দোলনকারীরা। আবার অপরদিকে আন্দোলনকারীদের অভিযোগ, তাদেরকে বলপূর্বক গাড়িতে তোলার পাশাপাশি ঘুষি পর্যন্ত চালানো হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে ইতিমধ্যেই চারজন পুলিশ কর্মী জখম হয়েছেন। একই সঙ্গে মোট ৪৪-জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Dearness allowance hike of 5 to benefit 111 lakh central govt workers pensioners

সূত্রের খবর অনুযায়ী, ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এক্ষেত্রে ১৪৪ ধারা ভঙ্গ করার অপরাধে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। যদিও অপরদিকে আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, ধৃতদের দ্রুত মুক্ত করতে হবে। এখন দেখার, শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় ধুন্ধুমার এই পরিস্থিতি।


Sayan Das

সম্পর্কিত খবর