মমতার চিকিৎসকের সঙ্গে চন্দ্রচূড়ের স্ত্রীয়ের যোগ? টুইট করতেই চরম পদক্ষেপ রাজ্য পুলিশের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর মামলা নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছে। এই আবহে কয়েকদিন আগে সমাজমাধ্যমে সাড়া ফেলে দিয়েছিল একটি ভাইরাল পোস্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে সেই টুইট করা হয়। এবার এই নিয়ে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)।

  • আগেই সতর্ক করেছিল রাজ্য পুলিশ (West Bengal Police)

গত সপ্তাহে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে প্রধান বিচারপতির অসুস্থতার কারণে সেই শুনানি পিছিয়ে যায়। এরপরেই ভাইরাল হতে শুরু করে নানান পোস্ট। একাধিক পোস্টে দাবি করা হয়, সিজেআই চন্দ্রচূড়ের (DY Chandrachud) সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি ‘ঘনিষ্ঠ’ যোগ আছে। সেই সঙ্গেই প্রধান বিচারপতির স্ত্রীয়ের নামেও বেশ কিছু দাবি করা হয়।

  • বিরাট পদক্ষেপ রাজ্য পুলিশের

আগেই এই বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) তরফ থেকে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ‘বাকস্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যাচার করা যায় না। বিশেষত শীর্ষ আদালতের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো হলে সেটা অবৈধ এবং শাস্তিযোগ্য। এক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে কঠিন আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিচারব্যবস্থাকে যারা কালিমালিপ্ত করতে চাইছেন, তাঁদের ছাড়া হবে না’।

আরও পড়ুনঃ কেষ্ট-কন্যার জামিনে আনন্দে আত্মহারা! বীরভূমের গ্রামে ‘বিশেষ’ আয়োজন, খাওয়ানো হল মাংস-ভাত

এবার জানা গেল, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের স্ত্রীকে নিয়ে এমন টুইটের জেরে সাইবার অভিযোগ দায়ের করেছে পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। এই ধরণের মিথ্যাচার যে যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না সেটা এখান থেকেই বেশ পরিষ্কার।

Mamata Banerjee DY Chandrachud wife West Bengal Police

উল্লেখ্য, গত সোমবার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশও সেদিনই দিয়েছিল শীর্ষ আদালত। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই আবহে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তাঁর স্ত্রীকে নিয়ে করা কিছু পোস্ট ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল। এবার এই নিয়ে কড়াকড়ির পথে হাঁটল পশ্চিমবঙ্গ পুলিশ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর