সাবধান! শব্দবাজি নৈব নৈব চ! ভুলেও যেন ক্ষতি না হয় পশুদের!কড়া সতর্কবার্তা West Bengal Police’র

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গেছে কালীপুজো। মা দুর্গা যাওয়ার পর মা শ্যামাঙ্গিণী এলেন মর্ত্যাধামে। তবে কালীপুজো এবং দুর্গাপুজো দুটোর মধ্যে বিশেষ বিশেষ পার্থক্য রয়েছে। দুর্গাপুজোর সময় আমরা লাইটিং দেখতে যাই। আর কালীপুজোর সময় আমরা গোটা ঘরকে আলোকসজ্জায় ভরিয়ে তুলি। মায়ের আরাধনার মাধ্যমে সংসার থেকে অশুভ শক্তির ছায়া দূর করি। সেইসাথে সংসারে ইতিবাচক শক্তির উত্থান ঘটে। তবে কালীপুজোয় ঠাকুর দেখতে যাওয়ার তোড়জোড় থাকে না। সকাল থেকে আলো দিয়ে ঘর সাজানোর পর, রাতে শুরু হয় বাজি ফাটানোর তোড়জোড়।

1000140916

নানারকমের বাজি এদিন ফাটে। বিশেষ করে শব্দবাজি গুলি সবচেয়ে বেশি ফাটিয়ে থাকেন সকলে। শুধু বড়রাই নয় একই সাথে বাচ্চারাও এই আনন্দে সামিল হোন। তারাবাতির পাশাপাশি ক্যাপ ফাটানোর হুজুগ শুরু হয়। কিন্তু এই বাজি, ক্যাপ এইসবের চক্করে পড়ে ক্ষতি হয় কাদের? রাস্তায় ঘুরে বেড়ানো পশুগুলির। অবলা প্রাণী গুলি না বুঝেই এই পোড়া বাজিতে মুখও দিয়ে দেয়। শুধু তাই নয়, অনেকে আনন্দের চটে কুকুরের লেজে কিংবা বিড়ালের লেজে কালিপটকা বেঁধে দিয়ে ফাটাতে থাকেন। তবে এবার এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল (West Bengal Police) পুলিশ বেঁধে দিল কড়া নিয়ম। এই নিয়ম লঙ্ঘন করলেই যেতে হবে মামার বাড়ি।

West Bengal Police’র সাবধানবাণী

সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। পোস্টটি মূলত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের (West Bengal Police) তরফ থেকে। পোস্টটিতে লেখা রয়েছে, “please celebrate responsibily, it is our Diwali too”। আর সাথে একটু নিরীহ কুকুরের ছবি দেওয়া। অর্থাৎ এই ছবির মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, দয়া করে দায়িত্বের সাথে দীপাবলি উদযাপন করুন, এই দীপাবলি উৎসব শুধু আমাদের একার নয় ওই অবলা পশুগুলির জন্যও এই উৎসব। অর্থাৎ এই পোস্টের মাধ্যমেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাংলার সকল মানুষকে সতর্কবার্তা দিয়ে দিয়েছেন।

আরোও পড়ুন : ঘোরতর সঙ্কটে ইউনূস সরকার, মুখ ফেরাতে পারে বিশ্বব্যাঙ্ক, অর্থনৈতিক অনটনের গ্রাস করবে বাংলাদেশকে!

তবে কালীপুজোর আগেই বাংলার সরকার শব্দবাজি ফাটানোর কড়া নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। যদিও প্রতিবছর কালীপুজোর আগেই এই নিয়ে সতর্কবার্তা জারি করে দেয় সরকার। সেই সাথে প্রশাসনও এই সময় বিশেষ তৎপর হয়ে ওঠে। আর এবারও ঠিক একই ব্যবস্থা দেখা যাচ্ছে সরকার ও প্রশাসনের। বাজারে যাতে শব্দবাজি প্রবেশ করতে না পারে তার জন্য অনেক আগে থেকেই নজরদারি শুরু করে দিয়েছে পুলিশ (West Bengal Police)।

West Bengal Police

আর এবার পশুদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা জানালেন সমাজ মাধ্যমে। আমরা দেখেছি কালীপুজোর সময় বাজি ফাটাতে গিয়ে, মানুষেরা তো আহত হনই। পাশাপাশি রাস্তায় ঘুরে বেড়ানো পশুগুলো ঠিক কিভাবে আহত হয়। আবার অনেক সময় দেখা যায় এই বাজির চক্করে পড়ে অনেক পশুও প্রাণ হারায়। তাই দয়া করে নিজের আনন্দের জন্য এই নিরীহ প্রাণ গুলির ক্ষতি করবেন না। নিজেরাও সুস্থ থাকুন এবং অবলা প্রাণীগুলোকেও সুস্থ রাখুন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর