অশান্ত বাংলাদেশ! গুজব ছড়ালেই কড়া পদক্ষেপ, এবার নজরদারি শুরু রাজ্য পুলিশের!

বাংলা হান্ট ডেস্কঃ কোটা আন্দোলনে ফের উত্তপ্ত বাংলাদেশ। রবিবার থেকে ফের নতুন করে পদ্মাপাড়ে শুরু হয়েছে অশান্তি। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সামরিক বাহিনীর মধ্যস্থতায় এবার অন্তর্বর্তী সরকার গড়তে চলেছে সেই দেশ। এই আবহে এবার বাংলাদেশ নিয়ে গুজব ছড়ালে কড়া পদক্ষেপের বার্তা দিল রাজ্য পুলিশ (West Bengal Police)।

সমাজমাধ্যমে নজরদারি শুরু রাজ্য পুলিশের (West Bengal Police)!

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গতকালই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওপার বাংলার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কোনও রকম বিভ্রান্তিমূলক পোস্ট না করার কথা বলেন তিনি। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদেরও বিতর্কিত কোনও রকমের পোস্ট থেকে বিরত থাকার কথা বলেছিলেন মমতা (Mamata Banerjee)। এবার বাংলাদেশ ইস্যু নিয়ে বার্তা দিল রাজ্য পুলিশ।


সোমবার সন্ধ্যাবেলা সমাজমাধ্যমে রাজ্য পুলিশের তরফ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ‘প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং ভিডিও আমাদের নজরে এসেছে যা বিভেদ এবং অশান্তি তৈরি করতে পারে। অনুরোধ, কোনও রকম গুজবে কান দেবেন না, উত্তেজক ভিডিও শেয়ার করবেন না’।

আরও পড়ুনঃ দুপুর ৩টের মধ্যে ঘটবে বিরাট কাণ্ড! এই স্থান ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, নয়া দাবি বাংলাদেশের ছাত্র নেতার!

এদিকে বাংলাদেশের অবস্থার (Bangladesh Protest) দিকে নজর রেখেছে ইতিমধ্যেই কলকাতায় বাংলাদেশ হাইকমিশন অফিসের নিরাপত্তার বেষ্টনী আরও আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে। পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশ হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ দেখানোর সম্ভাবনা রয়েছে। সেই কারণে আগেভাগেই নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত।

West Bengal Police Bangladesh protest

পুলিশের (West Bengal Police) পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে সীমান্তরক্ষা বাহিনীও। ওপার বাংলার অশান্তির আঁচ যাতে কোনও ভাবে এদেশে না এসে পড়ে সেই বিষয়ে সতর্ক বিএসএফ। জানা যাচ্ছে, সমাজমাধ্যমে নজর রাখার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার পুলিশকে সজাগ থাকতে বলা হয়েছে। এমনকি সীমান্তরক্ষার দায়িত্ব সীমান্তরক্ষা বাহিনীর হলেও এই বিষয়ে নবান্ন তৈরি রয়েছে বলে খবর। কোনও প্রকার অপ্রীতিকর ঘটনার আঁচ পেলে রাজ্য পুলিশকে আগাম পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর