বাংলাহান্ট ডেস্ক : প্রায় রোজই কোনও না কোনও ইস্যুতে সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার এমনই এক অভিযোগ করতে গিয়ে বিপাকে পড়তে হল তাঁকে। দিন কয়েক আগে নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির মুখের উপর লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করে তিনি দাবি করেন যে ওই ব্যক্তির নাম টুলু মণ্ডল। বেআইনি বালি পাচারে সঙ্গে তিনি যুক্ত এই দাবিও করতে দেখা যায় বিজেপি নেতাকে।
— West Bengal Police (@WBPolice) March 25, 2022
আর এর প্রেক্ষিতেই তাঁকে একহাত নিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারীর দাবি ভুয়ো এমনটাই সাফ জানিয়ে দিল তারা। একগি ট্যুইটে রাজ্য পুলিশ জানায় যে, চিহ্নিত ওই ব্যক্তি এএসআই সুব্রত বটব্যাল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীতে কর্মরত তিনি। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতেই তিনি তাঁর অত কাছে দাঁড়িয়ে ছিলেন। একই সঙ্গে রাজ্যপুলিশের দাবি, ইচ্ছাকৃত ভাবে কুৎসা ছড়ানোর জন্যই ওই ছবিটি পোস্ট করা হয়েছিল।
The person standing next to Anubrata Mondal is Tulu Mondal, infamous for operating illegal stone & sand quarries. It’s alleged that his mafia syndicate hoardes these resources & siphons off huge amounts of Royalty which otherwise would have been deposited in the Govt Treasury.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 25, 2022
উল্লেখ্য, নিজের ট্যুইটটিতে শুভেন্দু অধিকারী লেখেন, ‘অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হলেন টুলু মণ্ডল। অবৈধ বালি এবং পাথর খাদানের জন্য তিনি কুখ্যাত। অভিযোগ আছে যে এঁদের মাফিয়া সিন্ডিকেট এই সমস্ত মজুত করে এবং তা থেকে মোটা টাকার কমিশন খায়, যা সরকারি কোষাগারে জমা হওয়ার কথা।’
যদিও রাজ্য পুলিশের এহেন পালটা অভিযোগের পর এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি শুভেন্দু অধিকারী। তবে তিনি তাঁর বক্তব্যে এখনও স্থির রয়েছেন বলেই মনে করা হচ্ছে। যাই হোক, খোদ পুলিশের কাছ থেকে এহেন খোঁচা খেয়ে যে বেশ কিছুটা অস্বস্তিতেই পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তা আর বলার অবকাশ রাখে না।