বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নানান প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। অত্যাচারের অভিযোগে সুর চড়াতে থাকেন বিরোধীরা। জল গড়ায় আদালত অবধি। এবার এই ভোট পরবর্তী হিংসা মামলার ৪ অভিযুক্তকে জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একইসঙ্গে তোপের মুখে পড়তে হল কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে।
অভিযুক্তদের জামিন দিয়ে কী বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?
২০২১ সালে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আপ্পু মুখোপাধ্যায় ওরফে বাবুসোনা, রাজেন্দ্র শর্মা, আজহার শেখ এবং সুরেশ পারসি ওরফে লালা। এবার নদিয়ার এই ৪ অভিযুক্তকে জামিন দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় এজেন্সিকে।
সোমবার ভোট পরবর্তী হিংসা মামলায় ৪ অভিযুক্তকে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ। কেন্দ্রীয় এজেন্সিকে (CBI) আদালত প্রশ্ন করে, মামলার তদন্ত কবে শেষ হবে? শুনানিও বা কবে শেষ হবে? এরপরেই নদিয়ার ওই ৪ অভিযুক্তকে শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে জোর বিপাকে সন্দীপ? এবার CBI যা করতে চলেছে … জোর শোরগোল!
ওই ৪ জনের আইনজীবী লিটন মিত্র এবং সৌভিক মিত্র বলেন, ৩ বছরের বেশি সময় অতিক্রান্ত। তবে ৭৩ জনের মধ্যে এখনও অবধি মাত্র ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এবার এই নিয়েই সুপ্রিম-তোপের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নানান প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। বিরোধীদের তরফ থেকে অত্যাচারের অভিযোগ তোলা হয়। কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা দায়ের হতে থাকে। পরবর্তীতে ধর্ষণ খুনের মতো ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। দীর্ঘদিন ধরে এই মামলা চলছে। এবার এই মামলাতেই ৪ জন অভিযুক্তকে জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শর্তসাপেক্ষে ৪ জনকে জামিন দিল শীর্ষ আদালত।