পুলিশি বাধায় ফুঁসছেন শুভেন্দু! এবার সোজা হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন মিটতেই এবার শিরোনামে ভোট পরবর্তী হিংসা। বৃহস্পতিবার নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর কথা ছিল তাঁর। তবে পুলিশি বাধা পেয়ে ফিরে আসতে হয় তাঁকে। এবার এই নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি।

গতকাল বিকেলে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) আক্রান্তদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু (Suvendu Adhikari)। দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও খালি হাতে ফিরতে হয় তাঁদের। পুলিশি ব্যারিকেডে বাধা পাওয়ার পর নন্দীগ্রামের BJP বিধায়ক বলেন, ‘রাজ্যপালের কাছে আমরা আক্রান্তদের নিয়ে দেখা করার অনুমতি চেয়েছিলাম। ওনার অফিস থেকে আমার সচিবকে বলা হয়, রাজ্যপাল আক্রান্তদের সঙ্গে দেখা করবেন। মমতার পুলিশ, মমতার ভৃত্য বিনীত গোয়েলের নেতৃত্বে চতুর্দিকে ব্যারিকেড করে রাস্তা বন্ধ করা হয়েছে’।

   

শুভেন্দু আরও বলেন, ‘আমার মনে হয়, ১৯৭৭ সালে জরুরি অবস্থার সময়েও এমন ঘটনা ঘটেনি। বিরোধী দলনেতাকে ঘণ্টা খানেক আটকে রাখা হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুরের রাজনীতি করি না। ১ ঘণ্টা অপেক্ষা করেছি। রাজ্যপালের আপ্তসহায়ককে মেসেজ করেছি। রাজভবনের তরফ থেকে জানানো হয়, রাজভবনের বাইরের রাস্তা পুলিশের দায়িত্বে রয়েছে। রাজ্যপালের আপ্তসহায়ক জানিয়েছেন, রাজ্যপাল স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়ছেন’।

আরও পড়ুনঃ বিরাট চমক! রাজ্যে ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করল TMC, কারা দাঁড়ালেন?

এবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে পুলিশি বাধা পেয়েই এবার সোজা হাই কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু। জানা যাচ্ছে, শুক্রবার তথা আজ দুপুরে এই মামলার শুনানি হতে পারে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা উঠতে পারে বলে খবর।

Suvendu Adhikari says 4 BJP candidates are going to Calcutta High Court

এদিকে ২০২৪ লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসছে। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্য পুলিশকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। রাজনৈতিক হিংসা সম্বন্ধিত একটি মামলায় উচ্চ আদালতের নির্দেশ, অবিলম্বে নির্বাচন পরবর্তী হিংসা বন্ধ করতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর