‘সরকার চাকরি দিতে চায়, কিন্তু…’, শিক্ষামন্ত্রীকে পাশে নিয়ে যা বললেন পর্ষদ সভাপতি গৌতম পাল

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) দুর্নীতি নিয়ে শোরগোল রাজ্যে। ওদিকে আদালতের মামলার জটে আটকে রয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আগেও বহুবার সেই কথা বলেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল (Goutam Pal)। বৃহস্পতিবার ফের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) পাশে নিয়ে পর্ষদ সভাপতি সেই কথাই আরও একবার স্পষ্ট করে বললেন।

এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি সাফ জানিয়ে দিলেন, সুপ্রিম কোর্টের থেকে ছাড়পত্র না আসা পর্যন্ত প্রাথমিকের চাকরির ব্যবস্থা সম্ভব নয়।

ঠিক কী কী বললেন পর্ষদ সভাপতি? “সরকার চাকরি দিতে আগ্রহী। আমি দলে দলে প্রতিদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলছি। ২০১৪ সালের ব্যাচ বলছে, শুধু আমাদের দিন স্যর, ২০১৭ সালের ব্যাচকে দেবেন না। আবার ২০১৭ সালের ব্যাচও শুধু তাদের দেওয়ার কথা বলছে। আবার তারা একে অপরের বিরুদ্ধে কোর্টে চলে যাচ্ছে। বোর্ডের বিরুদ্ধে নয়, বোর্ডকেই পার্টি করা হচ্ছে।”

আরও পড়ুন: দুশ্চিন্তা বাড়িয়ে ফের শুরু ঝড়-জল! আজ থেকে টানা হলুদ সতর্কতা কলকাতা সহ এই ৫ জেলায়

এরপর শীর্ষ আদালতের সবুজ সংকেতের কথার উল্লেখ করে গৌতমবাবু বলেন, “সুপ্রিম কোর্টের ছাড়পত্র না পেলে আমরা প্যানেল প্রকাশ করতে পারছি না। তবে আশা করছি শীঘ্রই ছাড়পত্র পাব।”

goutam paul

আরও পড়ুন: বিরাট অভিযোগ! এবার বিরোধী দলনেতার বিরুদ্ধে হাইকোর্টে গেল রাজ্য, কারণ জানলে অবাক হবেন

এদিন পর্ষদ সভাপতির বক্তব্যকে সমর্থন জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনিও বলেন, সুপ্রিম কোর্টের জন্য আমরা এখনও আটকে আছি। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই আমরা পদক্ষেপ করব।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর