পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক, বুনিয়াদি পাঠে ভারত সেরা বাংলা! দাবি কেন্দ্রের রিপোর্টে

বাংলা হান্ট ডেস্কঃ বুনিয়াদি পাঠে সমগ্র দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ (West Bengal)। ১০ বছর বয়সির পড়ুয়াদের অক্ষর ও সংখ্যা পরিচিতির নিরিখে ভারতবর্ষের সকল রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলের পড়ুয়ারা (Primary Students)। প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান বিবেক দেবরায়ের নেতৃত্বে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি (FLN) রিপোর্ট অনুযায়ী সামনে এসেছে এমনই গর্বের তথ্য। পাশাপাশি সাধারণ স্বাস্থ্যের দিক থেকেই জাতীয় গড়ের তুলনায় ভালো অবস্থায় আছে এই পড়ুয়ারা। এমনটাই বলছে রিপোর্ট।

শনিবার এই রিপোর্টের প্রসঙ্গ তুলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটে লেখেন -“মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আর একটি পালক।” খুশির জোয়ার রাজ্যে। অন্যদিকে, তাৎপর্যপূর্ণভাবে পড়ুয়াদের শিক্ষা-স্বাস্থ্যের নিরিখে দেশের বড় রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে যোগী আদিত্যনাথের গেরুয়া রাজ্য উত্তরপ্রদেশ।

   

শুক্রবার প্রকাশ হওয়া ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসির রিপোর্ট অনুযায়ী মোট ৩৬টি মাপকাঠিকে পাঁচটি সূচকে ভাগ করে তার ভিত্তিতে মূল্যায়ন করে এই রিপোর্ট তৈরী করা হয়েছে। যেই পাঁচটি সূচক যথাক্রমে- শিক্ষার পরিকাঠামো, লার্নিং আউটকাম বা পড়ুয়ারা কতখানি শিখল, শিক্ষার সুযোগ, সাধারণ স্বাস্থ্য এবং প্রশাসন। এই সকল মাপদণ্ডের ভিত্তিতে প্রথম স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ।

রিপোর্ট অনুযায়ী, রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের প্রাপ্ত মান সবচেয়ে বেশি, ১০০ এর মধ্যে ৫৪.৫৮। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। তৃতীয় স্থানে তামিলনাড়ু, চতুর্থ স্থানে রাজস্থান। অনেকটা পেছনে গিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে শাহের গুজরাট। পাশাপাশি,স্কুলে পড়াশোনার সুযোগের নিরিখেও প্রথম বাংলা। প্রাপ্ত মান ৬৭.৭৫। সাধারণ স্বাস্থ্যেও প্রাপ্তি নজর কাড়ার মত। শতাংশের হিসেবে যার পরিমান ৫২ শতাংশের বেশি।

mamata

পাশাপাশি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, যেখানে প্রাথমিকে ৫০ শতাংশের বেশি পদে শিক্ষক-শিক্ষিকা আছেন। বুনিয়াদি শিক্ষার ভিত পাকাপোক্ত হলে তবেই তার উপর সঠিকভাবে উচ্চশিক্ষার ইমারত নির্মাণ সম্ভব। সুতরাং, বুনিয়াদি শিক্ষায় রাজ্যের এই জয় বাংলার শিক্ষাব্যবস্থার উজ্জ্বল নিদর্শন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর