বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। সামান্য কিছু যোগ্যতায় আপনি পেয়ে যেতে পারেন মাসিক ২২ হাজার টাকার চাকরি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) জারি করেছে এই বিজ্ঞপ্তি। ৪৮০ জন সাব-ইন্সপেক্টর গ্রেড III পদে এই নিয়োগ হবে বলে জানা গেছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে খাদ্য ও সরবরাহ বিভাগের সাব-ইন্সপেক্টর গ্রেড III পদে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ করবে সরকার। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে চান তারা https://wbpsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
২৩ আগস্ট থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ২০ সেপ্টেম্বর আবেদন করার শেষ তারিখ। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণরা আবেদনের যোগ্য। এছাড়াও প্রার্থীকে বাংলায় কথা বলা, বোঝা ও লিখতে জানতে হবে। ২২,৭০০ টাকা থেকে শুরু করে ৫৮,৫০০ টাকা পর্যন্ত হবে বেতন।
আরোও পড়ুন : চাঁদে পা রাখতে না রাখতেই লক্ষ্য সূর্য! কবে যাত্রা করবে আদিত্য L1? দিনক্ষণ জানালেন ISRO প্রধান
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। আবেদন মূল্য বাবদ ১০০ টাকা জমা করতে হবে প্রার্থীদের। যদিও আবেদনমূল্য লাগবে না এসসি / এসটি / পিডব্লিউডি প্রার্থীদের। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSCWB) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদন পদ্ধতি: আবেদন করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে https://wbpsc.gov.in ডাব্লুবিপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর হোম পেজে ক্লিক করতে হবে “Current Applications” অপশনে। সেখানে ক্লিক করলে খুলে যাবে “পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অধীন অধস্তন খাদ্য ও সরবরাহ পরিষেবা, গ্রেড -৩-এ সাব-ইন্সপেক্টর পদের জন্য অনলাইনে আবেদন” এর বিজ্ঞপ্তি।
সেখানে ক্লিক করে নাম, বয়স, যোগ্যতা সহ বিভিন্ন তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন। এবার আপলোড করুন নিজের ছবি ও স্ক্যান করা সাক্ষর। অনলাইন মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে এবার। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি জমা পড়ে যাবে।