দীর্ঘ লড়াই! অবশেষে কেন্দ্রের শর্তই মেনে নিল রাজ্য! বাংলায় এল বিরাট ‘উপহার’

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র-রাজ্য সংঘাত আজকের নয়, তাও যদিও হয় কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ নিয়ে। এ রাজ্যের (West Bengal) শাসকের হামেশাই অভিযোগ, বাংলাকে বঞ্চিত করে চলেছে কেন্দ্রের মোদী সরকার (Central Government)। বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে বাংলাকে ভাতে মারতে চাইছে কেন্দ্র। তা একশো দিনের কাজ হোক বা আবাসের মত প্রকল্প। তবে এই নিয়ে শত-শত অভিযোগের মধ্যেই এবার এল সুখবর।
পশ্চিমবঙ্গের জন্য এল সুখবর।

বাংলায় এল বিরাট ‘উপহার’- West Bengal

নবান্ন সূত্রের খবর, রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প আটকে রাখা টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। দু’বছর বহু টালবাহানার পর অবশেষে জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য মোট ৩৬১ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। এবারে লক্ষ্মী এল বাংলার কোষাগারে।

আরও পড়ুন: ‘অভিষেককেও তো মুখ্যমন্ত্রী চাইছে সবাই, হবে?’ অগ্নিমিত্রার ‘সভাপতিত্ব’ নিয়ে জল্পনা! বড় প্রশ্ন তুললেন দিলীপ

কিন্তু কেন দীর্ঘদিন আটকে ছিল বরাদ্দ? শোনা যাচ্ছে, নামের গেরোতেই এতদিন কেন্দ্র টাকা দেয়নি রাজ্যকে। নাম নিয়ে কেন্দ্রের কথা না মানাতেই টাকা আটকে দেওয়া হয়। আসলে রাজ্যের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিকে ‘আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র’ নামে রূপান্তিরত করতে হত কেন্দ্রীয় বরাদ্দ পেতে। এই শর্তে প্রথমে রাজ্য আপত্তি করাতেই বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র।

Nabanna

আরও পড়ুন: ‘এত ছোট মন নিয়ে কীভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন?’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের

এদিকে সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের শর্ত মত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিকে রাজ্য সরকার আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র করে দিয়েছে। কেন্দ্রের শর্ত মানতেই গলেছে বরফ। সূত্রের খবর, সম্প্রতি এই প্রকল্পে রাজ্য বিপুল পরিমাণ কেন্দ্রীয় বরাদ্দ পেয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X