‘এটিই’ বাংলার সবচেয়ে ‘ধনী’ জেলা! কলকাতা কোন পজিশনে আছে জানেন?দেখুন, চমকে দেওয়া রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক : নীতি আয়োগের রিপোর্ট প্রকাশিত হয় ২০২৩ সালে। সেই রিপোর্টে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জেলার অর্থনৈতিক অবস্থা কেমন। ২০১৫-১৬ এবং ২০১৯-২০২১ সালে পশ্চিমবঙ্গে ‘মাল্টিডায়মেনশনাল পভার্টি ইনডেক্স’ তুলনা করে দেখা যায় আগের থেকে উন্নতি হয়েছে বাংলার অর্থনৈতিক অবস্থার।

পশ্চিমবঙ্গের (West Bengal) ধনী জেলাগুলির মধ্যে কলকাতার (Kolkata) অবস্থান

বলতে পারবেন ২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী বাংলার মধ্যে সবথেকে ধনী জেলা (Richest Districts) কোনটি? শুধু অর্থের ভিত্তিতে নয়, এই রিপোর্ট তৈরি হয়েছে শিক্ষা, পুষ্টি-সহ জীবনের বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে। এই রিপোর্টে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সব থেকে ধনী জেলা হল কলকাতা ( Kolkata)।

আরোও পড়ুন : কড়া বার্তা দিল নবান্ন! একই থাকবে আলুর দাম? নাকি কমবে? আমজনতার জন্য এবার নয়া আপডেট

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা (Kolkata) ও এটি বাংলার সব থেকে বৃহত্তম শহর। পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র কলকাতা (Kolkata)। এই রিপোর্টে বলা হয়েছে বাংলার অন্যান্য জেলার তুলনায় কলকাতায় মাথাপিছু আয় অনেকটাই বেশি। বেশ কিছু বড় সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত কলকাতায়। 

আরোও পড়ুন : ওরেব্বাবা! এত্ত বড় নাম রেল স্টেশনের! এক নিঃশ্বাসে উচ্চারণ করাই তো চ্যালেঞ্জ! জানেন কোথায়?

এছাড়াও পর্যটনে কলকাতার গুরুত্ব বেশ চোখে পড়ার মতো। অর্থনৈতিক ক্ষেত্রে পর্যটন শিল্পের অবদান অনস্বীকার্য। অন্যান্য জেলার তুলনায় তাই অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা (Kolkata)। এছাড়াও পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার। বেশ কিছু বড় কারখানা ও মিল রয়েছে এই জেলায়।

dunlop more,kolkata

এছাড়া বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হুগলি জেলার। পাশাপাশি অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে রয়েছে হাওড়া জেলাও। ২০১৫-১৬ সালের রিপোর্টে বলা হচ্ছে, কলকাতার জনসংখ্যার ২.৭২ শতাংশ মানুষ রয়েছেন দারিদ্রসীমার নিচে। তবে এই রিপোর্টের পরবর্তী রিপোর্টে সেটি পরিবর্তিত হয়েছে। ২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী ২.৫৬ শতাংশ মানুষ কলকাতায় রয়েছেন দারিদ্রসীমার নিচে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর