রয়েছে বিপুল সম্পত্তি, ইনিই হলেন পশ্চিমবঙ্গের সবথেকে ধনী ব্যক্তি! নাম জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভারতের ধনুকুবের কে? সকলের মাথায় একটাই নাম আসবে মুকেশ আম্বানি। বিশ্বের ধনকুবেরদের মধ্যে তালিকায় রাজ করছেন তিনি। অনেকে বলেন, আকাশ থেকে চাঁদ কিনে আনার ক্ষমতা রয়েছে আম্বানির। তবে ধনকুবের হিসেবে আম্বানি, আদানিকে তো সকলেই চেনেন! কিন্তু জানেন, পশ্চিমবঙ্গের (West Bengal) সবচেয়ে ধনী ব্যক্তি কে? নাম শুনলে অবাক হবেন।

পশ্চিমবঙ্গের (West Bengal) সবচেয়ে ধনী ব্যক্তি কে?

এই প্রশ্নটির উত্তর নিশ্চয়ই আগে কেউ ভেবে দেখেননি। তবে বর্তমানে ভারতের প্রথম ১০টি ধনী শহরের তালিকায় নাম রয়েছে কলকাতার। আর সেক্ষেত্রে কলকাতায় ধনী ব্যক্তির নাম থাকবে না সেটা কি হতে পারে। সম্প্রতি প্রকাশিত, ধনীদের শীর্ষ তালিকা প্রকাশ করতে গিয়ে উঠে আসে এই ব্যক্তির নাম। আর সেখান থেকেই জানা যায়, কলকাতার সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন বেনু গোপাল বাঙ্গুর (Benu Gopal Bangur)। বাংলার (West Bengal) এই ধনকুবের বাঙ্গুর শ্রী সিমেন্টের প্রাক্তন চেয়ারম্যান। তথ্যসূত্রে জানা গিয়েছে বর্তমানে তার সম্পত্তির পরিমাণ, ৫৫,৭৩২ কোটি টাকা।

কিভাবে তিনি এত সম্পত্তির মালিক হলেন: জানা যায়, ১৯৩১ সালে ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বেনু গোপাল বাঙ্গুর (Benu Gopal Bangur)। জন্মগ্রহণ করেছিলেন রাজস্থানে, অর্থাৎ তিনি মারোওয়ারি পরিবারের সন্তান। তবে বর্তমানে তিনি এখন কলকাতার স্থায়ী বাসিন্দা। যদিও বাঙ্গুর গ্রুপ আজকের নয় দেশের প্রাচীনতম ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। ১৯১৯ সালে বেনু গোপাল বাঙ্গুরের দাদু মুঙ্গি রাম বাঙ্গুর এবং তাঁর ভাই রাম কুভার বাঙ্গুর এই প্রতিষ্ঠানটি প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। এরপর ১৯৭৯ সালে জয়পুরে প্রতিষ্ঠিত হয় শ্রী সিমেন্ট। যদিও পরবর্তীতে এই কোম্পানির সদর দপ্তর কলকাতাতে স্থানান্তরিত করা হয়

ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়ার ফলে রক্তেই রয়েছে ব্যবসায়িক দক্ষতা। স্কুলের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার পর বেনু গোপাল বাঙ্গুর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কমার্সের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। দাদু-বাবাদের দেখে দেখেই ব্যবসায় নিজেকে সিদ্ধহস্ত করে তোলেন তিনি।এরপর ধীরে ধীরে ব্যবসার হাল ধরতে শুরু করেন। বাঙ্গুর গ্রুপের সেক্টর বিভিন্ন জায়গায় বিস্তৃত, এর ফলে এই প্রতিষ্ঠানের নাম ডাকও প্রচুর।

West Bengal Richest Person.

যদিও প্রথমদিকে তিনি স্থায়ীভাবে কোনো দায়িত্ব পেয়েছিলেন না, পরবর্তীতে ১৯৯১ সালে সিমেন্ট সেক্টরের দায়িত্ব বেনু গোপাল বাঙ্গুরের হাতে হস্তান্তর করা হয়। এরপর ১৯৯২ সালে শ্রী সিমেন্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। আর এই দায়িত্ব পেয়ে তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পান। সিমেন্ট গ্রুপকে তিনি উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য অহরহ পরিশ্রম করতে থাকেন। ব্যবসার উত্থান রকেটের গতিতে হতে থাকে।

আরও পড়ুন: আর নয় ছাড়! সময় মাত্র ২১ দিন, চরম সঙ্কটের সম্মুখীন গৌতম আদানি ও তাঁর ভাইপো

বেনু গোপালের বুদ্ধিতে আজ কোম্পানির উন্নতি চরম শিখরে পৌঁছেছে। এমনকি তথ্যসূত্রে জানা গিয়েছে, আজ শ্রী সিমেন্টের বাজারমূল্য প্রায় ৯২,১২০ কোটি টাকার কাছাকাছি। কোম্পানির শেয়ারের গতিও আজও উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। যে যে কোম্পানি এই সিমেন্ট কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন তারাও আজ লাভবান। বেনু গোপাল বাঙ্গুরের ব্যবসায়িক দক্ষতা এই সিমেন্ট কোম্পানিকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সিমেন্ট কোম্পানি হিসেবে তুলে ধরতে পেরেছেন।

আরও পড়ুন: IPL-এর মেগা নিলামে চমক দেখাবেন ভারতের এই প্লেয়ার! দাম উঠবে ৩০ কোটি, ভবিষ্যদ্বাণী রায়নার

তবে বর্তমানে তিনি, বাঙ্গুর শ্রী সিমেন্ট কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছেন। এখন বর্তমানে এই পদে রয়েছেন উত্তরসূরি হিসেবে তাঁরই পুত্র হরিমোহন বাঙ্গুর। বর্তমানে বেনু গোপাল এখন পশ্চিমবঙ্গের (West Bengal) মধ্যে সবচেয়ে ধনীতম ব্যক্তি।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর