৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে কাজ, প্রধানশিক্ষকদের কড়া নির্দেশ রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ পড়ার বইয়ে মুখ গুঁজে থেকে পড়াশোনা নয়! পশ্চিমবঙ্গের প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা কতখানি শিখতে পারছেন, তাঁদের কতখানি সার্বিক উন্নতি হচ্ছে সেটা খতিয়ে দেখার জন্য শিক্ষা দফতরের তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। গত বছরই বিদ্যালয়গুলিকে হলিস্টিক রিপোর্ট কার্ড বানানোর নির্দেশ দেওয়া হয়। এবার সেই রিপোর্ট কার্ড বানানোর পাশাপাশি প্রধানশিক্ষকদের (Teachers) নিয়ে ওরিয়েন্টেশনের ক্ষেত্রেও জোর দেওয়া হচ্ছে বলে খবর।

  • ডেডলাইন বেঁধে দিল স্কুল শিক্ষা দফতর (Teachers)!

রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণি অবধি পড়ুয়াদের অগ্রগতি খতিয়ে দেখার জন্য স্কুলশিক্ষা দফতরের (School Education Department) তরফ থেকে এই প্রকল্প শুরু করা হয়। গত জুলাই মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে এটি চালু হচ্ছে না। রিপোর্ট বলছে, ন্যাশানাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ও জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে এই রিপোর্ট কার্ড তৈরি হয়েছে।

হলিস্টিক রিপোর্ট কার্ডে (Holistic Progress Report Card) ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জন সম্বন্ধে বিশদ তথ্যের পাশাপাশি একজন পড়ুয়া ব্যক্তিগত ও সামাজিক জীবনে কীভাবে নিজেকে তুলে ধরছে সেটারও উল্লেখ থাকবে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান শিক্ষকদের হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে ওরিয়েন্টেশন সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ বালি চুরি রুখতে কড়া পদক্ষেপ সরকারের! মমতার ধমকের পরেই শুরু হচ্ছে নয়া নিয়ম

জানা যাচ্ছে, প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলের ডিআই-রা প্রধানশিক্ষকদের (Teachers) ওরিয়েন্টেশন করাবেন। এর জন্য দরকারি নথি সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তাঁদের পাঠিয়ে দেওয়া হবে। গত ২১ নভেম্বর এবং ২২ নভেম্বর সব জেলায় প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলের ডিআই-দের নিয়ে ওরিয়েন্টেশন করানো হয়েছে। দু’টি ব্যাচে ভাগ করে এই কাজ করা হয়।

Holistic Progress Report Card Teachers

রিপোর্ট বলছে, অনলাইন এই কর্মসূচির প্রথম দিন ১৫টি ও দ্বিতীয় দিন ১০টি জেলার ডিআইরা উপস্থিত ছিলেন। সেই সময়ই শিক্ষকমহলের (Teachers) একাংশ এই নিয়ে প্রশ্ন তুলেছিল। শুধুমাত্র ডিআইদের ওরিয়েন্টেশন করিয়ে কী হবে? স্কুল শিক্ষকদের জন্যেও এই বন্দোবস্ত করতে হবে। কারণ প্রথম থেকে অষ্টম শ্রেণি অবধি ছাত্রছাত্রী হলিস্টিক রিপোর্ট কার্ড বানানোর জন্য দক্ষ শিক্ষাকর্মী দরকার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর