নতুন বছরেই বিরাট সুখবর! চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করল SSC

বাংলা হান্ট ডেস্কঃ উচ্চ-প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় দফার কাউন্সেলিং পর্ব শেষ হয়েছে। এবার চলতি মাসের শেষেই শুরু হবে তৃতীয় দফার কাউন্সেলিং। ইতিমধ্যেই দ্বিতীয় দফার কাউন্সেলিং-এর অনুমোদনপত্র হাতে পাওয়ার পর পাঁচ শতাংশের বেশি শিক্ষক-শিক্ষিকা স্কুলে যোগদান করেননি। আর এবার এবার তৃতীয় দফার কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)।

বড় ঘোষণা করল এসএসসি (School Service Commission)

জানা যাচ্ছে, আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৬৪৩ জন চাকরিপ্রার্থীর অনুমোদনপত্র হাতে দেবে এসএসসি (School Service Commission)। ২৮,২৯, ৩০ এবং ৩১ জানুয়ারি এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। ইতিমধ্যেই ১১ হাজার ৩৪৪ জন প্রার্থীর কাউন্সিলিং শেষ হয়েছে। তাঁদের মধ্যে ২৪ শতাংশ চাকরিপ্রার্থী অনুপস্থিত ছিলেন। অনুমোদনপত্র গ্রহণ করেছেন মোট ৮হাজার ৬৫১ জন প্রার্থী। যাঁদের  মধ্যে এখনও  পর্যন্ত পাঁচ শতাংশেরও বেশি প্রার্থী স্কুলে যোগদান করেননি।

পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সভাপতি সুশান্ত ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘১৪ হাজার ৫২ জন প্রার্থী নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত তিনটি কাউন্সিলিং পর্বে মোট ১২ হাজার ৮৮৭ জন প্রার্থীকে ডাকা হয়েছে। আদালতের নির্দেশ মেনে মেধা তালিকার অন্তর্ভুক্ত আরও ১ হাজার ৭৯ জন চাকরিপ্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: সোমবার সাজা ঘোষণা! তার আগে জেলে যা করছে আরজি করের ধর্ষক-খুনি সঞ্জয়… চমকে যাবেন

বলে রাখা ভালো, প্রথম কাউন্সিলিংয়েই ডাকা হয়েছিল মোট ৮ হাজার ৭৪৯ জনকে। এদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীদের মোট সংখ্যা ২ হাজার ৬৯ জন। আর অনুমোদন পত্র গ্রহণ করেছিল মোট ৬ হাজার ৬৮০ জন।

SSC

এরপর দ্বিতীয় দফার কাউন্সেলিং-এ সেসময় ডাকা হয়েছিল মোট ২ হাজার ৯৯৫ জনকে। তাঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ছিল মোট ৬২৪ জন। তাদের মধ্যে অনুমোদনপত্র গ্রহণ করেছিলেন মোট ১ হাজার ৯৭১ জন। জানা যাচ্ছে, ১৪ হাজার ৫২ জন প্রার্থীর মধ্যে থেকে এখনও পর্যন্ত বাকি রয়েছেন এক ১ হাজার ২৯৯ জন। যত দ্রুত সম্ভব তাঁদের নিয়োগের দাবি করছে রাজ্যের শিক্ষা মহল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর