বাংলা হান্ট ডেস্কঃ প্রচন্ড গরম৷ ক্রমশই ঊর্ধ্বমুখী পারদ, তার সঙ্গে চলছে জোর তাপপ্রবাহ গরমে নাজেহাল গোটা বাংলা। বর্তমানে কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। যার দরুন সব থেকে বেশি ভুগছে পড়ুয়ারা। এই অবস্থায় তাদের কষ্ট থেকে রেহাই দিতে স্কুল (Schools), কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করার কথা সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বর্তমান আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, আপাতত আগামী সপ্তাহ অর্থাৎ সোম থেকে শনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, ২ মে থেকে গরমের ছুটি দেওয়ার কথা বলা হয়েছিল। তবে রবিবার এক সাক্ষাৎকারে তৃণমূল সুপ্রিমো বলেন, গরমে বাচ্চাদের ভীষণ কষ্ট হচ্ছে। আবহাওয়া দফতরও জানিয়েছে আগামী সপ্তাহেও এমনই দাবদাহ থাকবে। তাই এই সমস্ত বিষয় মাথায় রেখে পরের গোটা সপ্তাহ রাজ্যের সমস্ত স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারের পরামর্শ মানতে চায় না। তবে তাদেরও বলা হচ্ছে, ছেলেমেয়েদের কথা মাথায় রেখে যেন এই সাত দিন স্কুল, কলেজ বন্ধ রাখে। কারণ যা গরম পড়েছে, কিছু একটা ভালমন্দ হয়ে যেতেই পারে। হিট স্ট্রোকের আশঙ্কা থেকেই যাচ্ছে।”
তিনি আরও বলেন, ” আমাকে বাচ্চারাই নিজেদের কষ্টের কথা জানিয়েছে। কয়েক জন বাচ্চা আমাকে বলেছে, দিদি এত গরম যে স্কুলে গিয়ে মাথা যন্ত্রণা করছে। খুব কষ্ট হচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে। এই সব কচি প্রাণগুলো কষ্ট পাচ্ছে। তার পর সরকার চুপ করে থাকতে পারে না।” ছুটি নিয়ে রবিবার বিকেলের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।