বাংলা হান্ট ডেস্কঃ একধাক্কায় বাতিল হয়েছে ২৫,৭৫২ জন শিক্ষক (School Teacher) ও শিক্ষাকর্মীর চাকরি। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যোগ্য-অযোগ্য পৃথকীকরণ সম্ভব না হওয়ায় ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। এবার এই রায়ের প্রভাব পড়ল রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের বদলি প্রক্রিয়াতেও!
চাকরি বাতিলের আবহেই শিক্ষকদের (School Teacher) বদলি নিয়ে বড় খবর!
এসএসসি মামলায় সুপ্রিম-রায় নিয়ে বর্তমানে সরগরম বাংলা। শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার রেশ কাটতে না কাটতেই শিক্ষক-শিক্ষিকাদের ‘সারপ্লাস ট্রান্সফার’ নিয়ে সামনে এল বড় খবর! ছাত্র-শিক্ষকের সংখ্যার অনুপাত ঠিক রাখতে ২০২৩ সালে এই প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য। এবার সেই প্রক্রিয়ার নির্দেশিকা প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর।
এই ‘সারপ্লাস ট্রান্সফার’ (Surplus Transfer) প্রক্রিয়ায় যে সকল শিক্ষক-শিক্ষিকার বদলি হয়েছিল, এবার তাঁদের পুরনো কর্মস্থলে ফিরে যেতে হবে। শিক্ষামহলের একটি অংশের দাবি, প্রশাসনিক বদলির নামে দূরবর্তী জায়গায় বদলি ও চিকিৎসাজনিত বদলির আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ‘রাজনীতির জন্য রাজ্যকে পুড়তে দিতে রাজি’! ছারখার হিন্দু মহিলার দোকান! মমতাকে আক্রমণ মালব্যর
ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন শিক্ষকদের একাধিক সংগঠন। ‘সারপ্লাস ট্রান্সফার’ সংক্রান্ত এই সিদ্ধান্তকে নিজেদের ‘জয়’ হিসেবে ধরেছেন অনেকে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘দীর্ঘদিন ধরে এই বদলির বিরুদ্ধে লড়াই চলছিল। কারণ শিক্ষক-শিক্ষিকাদের অনেক দূরে ট্রান্সফার করে দেওয়ায় সমস্যা হচ্ছিল’।

কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘সারপ্লাস ভীষণ আপেক্ষিক শব্দ। বর্তমান পরিস্থিতিতে বহু বিদ্যালয়েই শিক্ষক-শিক্ষিকাদের আসন শূন্য। হয়তো পরিস্থিতি সামাল দিতে সরকারের এই সিদ্ধান্ত। তবে এর জন্য আগের বদলি বাতিল হলে তাতে বিদ্যালয়গুলির সমস্যা বাড়বে ছাড়া কমবে না’।
এদিকে ২৬০০০ চাকরি বাতিল কাণ্ডে বর্তমানে সরগরম বাংলা। গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কলকাতা, দিল্লিতে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা। এই আবহে সামনে এল শিক্ষক-শিক্ষিকাদের (School Teacher) ‘সারপ্লাস ট্রান্সফার’ সংক্রান্ত খবর।