গরমের দাপটে বদলে যাচ্ছে স্কুলের টাইমিং? রিপোর্ট তলব করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভরা চৈত্র মাসেই তীব্র দাবদাহ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টেকা দায় হচ্ছে মার্চেই। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি। এই আবহে কি এ বার গরমের কারণে প্রাইমারি স্কুলগুলির সময়সূচি (School Timings) বদল করা যেতে পারে? এই নিয়ে শনিবার রাজ্যের বিভিন্ন জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের কাছে জানতে চেয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)।

বদলে যাচ্ছে স্কুলের টাইমিং? School Timings

সূত্রের খবর, মঙ্গলবারের মধ্যে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে পর্ষদ তরফে। রাজ্য জুড়ে একাধিক প্রাথমিক বিদ্যালয় দিনের বেলায় ডে-সেশনে চলে। এবারে গরমের কারণে সেই টাইম সকালের দিকে এগিয়ে আনার প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেই বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার প্রাথমিক স্কুলগুলির প্রধান শিক্ষক-শিক্ষিকাদের চিঠি দিতে বলা হয়েছে।

কী বলছে পর্ষদ?

এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘‘আমরা বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের থেকে এ বিষয়ে জানতে চেয়েছি। উত্তর চলে এলে তা আমরা স্কুল শিক্ষা দফতরকে তা পাঠিয়ে দেব। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। আশা করছি মঙ্গলবারের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।’’

এক নজরে আবহাওয়া: রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি ছাড়াতে পারে। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে একাধিক জেলায়। তীব্র গরমের দাপট থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে।

আরও পড়ুন: এবার অনলাইনেই আবেদন করা যাবে এসব সার্টিফিকেটের জন্য, মিলবে মাত্র সাত দিনে, বিরাট উদ্যোগ রাজ্যের

এদিকে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি ছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা মাথায় রেখেই বাচ্চাদের সুবিধার্থে সময়সূচি বদলের কথা ভাবছে পর্ষদ।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X