কতদিন থাকবে সামার ভ্যাকেশন? পড়ুয়াদের জন্য এবার প্রকাশ্যে এল শিক্ষা দপ্তরের নয়া আপডেট

বাংলাহান্ট ডেস্ক : তীব্র গরমে গোটা বাংলা (West Bengal) পুড়ছে। এবারের গরম ভেঙে দিয়েছে গত ৫০ বছরের রেকর্ড। লুয়ের সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। এই অবস্থায় রাজ্যের স্কুলগুলিতে (School) এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি। প্রথমে জানানো হয়েছিল আগামী ৬ই মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে। তবে গরমের তীব্রতার  কারণে সেই ছুটি এগিয়ে এনেছে শিক্ষা দপ্তর।

গত ২২শে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়। তবে গরমের ছুটির পর কবে স্কুল খুলবে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি স্কুলগুলিকেও অনুরোধ করেছিলেন যাতে ২২শে এপ্রিল থেকেই গরমের ছুটি কার্যকর করা হয়। নবান্নে  মুখ্য সচিব বিপি গোপালকড়ের নেতৃত্বে একটি বৈঠক ডাকা হয় গত মঙ্গলবার।

আরোও পড়ুন : দেশের ব্যাঙ্কিং তালিকায় যুক্ত হচ্ছে নতুন ৩ ব্যাঙ্ক! নয়া চমক দিল RBI, উপকৃত হবেন আমজনতা

সেখান থেকেই গরমের ছুটির ব্যাপারে তথ্য উঠে আসে। সরকারের পক্ষ থেকে জানানো হয় ২২শে এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে। তবে বিজ্ঞপ্তিতে বলা হয় এই ছুটি দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। কোনো রকম তারিখ উল্লেখ করা হয়নি স্কুল খোলার ব্যাপারে।

আরোও পড়ুন : বঙ্গবাসীর জন্য সুখবর! এই দুই নতুন রুটে বন্দে ভারত মেট্রো চলার ইঙ্গিত, প্রকাশ্যে এল নয়া রিপোর্ট

অনেকেই মনে করছেন শিক্ষা দপ্তর আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে। সহনশীল আবহাওয়া হলে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে শিক্ষা দপ্তর। তবে, এই মুহূর্তে শিক্ষা দপ্তর কিছুই পরিস্কার করে জানাতে পারছে না। এখন তাই অনেকেই জানতে ব্যাকুল হয়ে আছেন যে কবে নাগাদ খুলবে রাজ্যের সরকারি স্কুল।

mamata students 7

অনেকেই আবার চিন্তিত হয়ে পড়ছেন এই ভেবে যে স্কুল যদি এত দিন ছুটি থাকে তাহলে সিলেবাস কীভাবে শেষ হবে তা নিয়ে। এই অবস্থায় অনলাইন ক্লাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের। অনলাইন ক্লাসের ব্যাপারে যদিও কড়া ভাবে কিছু বলা হয়নি। কোনো স্কুলে অন্য রকম ব্যবস্থা থাকলেও তা তারা ব্যবহার করতে পারে বলে জানানো হয়েছে।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর