৩০ নভেম্বর শেষ দিন! বিদ্যুতের জন্য রাজ্যে আসছে নয়া নিয়ম! এই জিনিসটা বসবে সর্বত্রই

বাংলাহান্ট ডেস্ক : আগামী ৩০শে নভেম্বরের মধ্যে রাজ্যজুড়ে (West Bengal) নতুন নিয়ম চালু হতে চলেছে। সরকারি বিল্ডিংয়ে স্মার্ট প্রিপেইড বিদ্যুতের মিটার (Smart Meter) বসানো হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বৈঠক করে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের স্মার্ট মিটার ইনস্টলেশন প্রক্রিয়া সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যের (West Bengal) জন্য নয়া আপডেট

প্রতিটি মিটারিং এজেন্সি গুলিকে ইনস্টলেশনের পূর্বে স্মার্ট মিটারের কাজ সহ বিভিন্ন সুবিধা সম্পর্কে, গ্রাহকদের বোঝানোর নির্দেশ দিয়েছেন সিএমডি। স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুতের (Electricity) ব্যবহার ট্রাক করার পাশাপাশি সঠিক বিলিং নিশ্চিত করতে সহায়তা করবে। এছাড়াও প্রতিটি স্মার্ট মিটারে পুশ বোতাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন সিএমডি।

West Bengal

স্মার্ট মিটারের প্রতিটি ফিচার সহজে ব্যবহার করতে এবং ইউজার ফ্রেন্ডলি করে তুলতে সহায়তা করবে এই বোতাম। দুটি মিটারিং এজেন্সি, এনসিসি এবং হাই প্রিন্টকে এদিন সতর্ক করে দিয়েছেন সিএমডি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্মার্ট মিটার ইনস্টলেশনের কাজ সম্পন্ন না হয়ে থাকলে, তা আর বরদাস্ত করা হবে না জানান তিনি।

আরোও পড়ুন : দেবীর নামেই গ্রাম, ভোগে নানা মাছ! ৩ শতাব্দীর এই জগদ্ধাত্রীকে খুঁজে পাওয়ার ইতিহাস গায়ে কাঁটা দেবে

রাজ্যের (West Bengal) বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার স্থাপনের কাজ চললেও অনেকেই এর বিরোধিতা করছেন। তবুও স্মার্ট মিটারের বিভিন্ন সুবিধা সম্পর্কে এবং জনগণকে শিক্ষিত করে তোলার চেষ্টায় বদ্ধপরিকর রাজ্য সরকার। বর্তমানে বিহারের রাজনৈতিক আলোচনার মূলে রয়েছে স্মার্ট মিটারের রোলআউট। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত প্রকাশ করছে।

smart meter

তবে বিদ্যুৎ ব্যবস্থাপনায় অগ্রগতি আনতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার (State Government)। উল্লেখ্য, শুধু পশ্চিমবঙ্গ নয়। আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে বিহারের সমস্ত সরকারি ভবনে স্মার্ট প্রিপেইড বিদ্যুৎ মিটার বসানো হবে বলে ঘোষণা করেছেন দক্ষিণ বিহার পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চিফ ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) পঙ্কজ কুমার পাল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর