এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খেল! ৮ জেলায় জারি তুমুল সতর্কতা: তোলপাড় করা ওয়েদার আপডেট

বাংলা হান্ট ডেস্ক: গত মাসে বর্ষার কিছুটা ঘাটতি থাকলেও অগাস্টে তার অনেকটাই পূরণ হয়েছে। দু সপ্তাহ থেকে বৃষ্টির দাপট দেখছে একাধিক জেলা। তবে আবহাওয়ার (West Bengal Weather) দফতর সূত্রে খবর, একদিকে জোড়া ঘূর্ণিবর্ত, সঙ্গে মৌসুমী অক্ষরেখা। দুইয়ে মিলিয়ে আপাতত চলবে বৃষ্টি।

টানা কিছুদিন রাজ্যের প্রায় সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখার কারণেই এই বর্ষণ বলে জানিয়েছে হাওয়া অফিস। একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আগামী ৪-৫ দিন মৌসুমী অক্ষরেখা সেই স্থানেই থাকবে। এর জেরে দুই বঙ্গে বৃষ্টি হবে।

আবার ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে যেটি বিহারের সীতামারী ও কিষাণগঞ্জ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। আবার উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার জেরে ফলে বৃষ্টি বাড়তে পারে। গতকালের পাশাপাশি আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: মোদীর ডাকে সাড়া! বাড়িতে তেরঙ্গা ওড়াচ্ছেন হিজবুল জঙ্গির ভাই, ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে

বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ওদিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলা গুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: কপাল খুলছে দেশবাসীর! স্বাধীনতা দিবসের দিনই টাকা দেওয়ার ঘোষণা মোদীর, কারা কত পাবেন?

weather

১৭ আগস্ট এর পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরে। আজ ও বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

তবে বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। তার আগে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আগামী দু তিনদিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর