বাংলা হান্ট ডেস্ক: দফায় দফায় ঝড়-বৃষ্টির সতর্কতা থাকলেও তা মিলছে না। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) গোটা সপ্তাহ জুড়েই বর্ষণের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। কিন্তু সেভাবে বৃষ্টি বা ঝড় কোথাও হয়নি। উল্টে আরও বাড়ছে তাপমাত্রা। তীব্র দাবদাহে পুড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। এরই মধ্যে ফের একবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে বৃষ্টি বাড়ার আশঙ্কা।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে পূর্বাভাসে (West Bengal Weather Update) জানিয়েছে আবহাওয়া দপ্তর। এক নজরে জেনে নিন সম্পূর্ণ আপডেট-
বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে নিম্নচাপ! ইতিমধ্যেই সেই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে যা আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব দিকে যাবে। এর জেরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে।
বৃহস্পতিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। আগামীকাল ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। রবিবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে।
শুক্রবার ও শনিবারও বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। ঝড়-বৃষ্টির জেরে আগামী ২৪ ঘণ্টায় দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
এক নজরে উত্তর: গতকাল রাতে ঝড়-বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার সহ একাধিক জেলায়। ঝড়বৃষ্টি চলবে ১২ এপ্রিল পর্যন্ত। হাল্কা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাই। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী দুই দিনে সর্বোচ্চ তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরে।