বাংলা হান্ট ডেস্কঃ সোমবার বৃষ্টি হতেই পাল্টে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)! রবিবার অবধি সেভাবে শীতের আমেজ অনুভব করা যাচ্ছিল না। তবে গতকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বর্ষণ হয়েছে। আর তারপরেই ঠাণ্ডার ‘কামড়’ বেশ অনুভূত হচ্ছে। এই আবহেই চলে এল আলিপুর আবহাওয়া দফতরের আপডেট (Weather Update)। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার আবহাওয়ায় বড়সড় বদলের পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (South Bengal Weather)?
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal) ৯টি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সহ ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) এই ৯ জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। বৃষ্টি এবং মেঘলা আকাশের জন্য দিনের বেলার তাপমাত্রা কিছুটা কমলেও, রাতের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ এক ডাক্তার বেঁকে বসেন বলেই…! CBI তদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য! ঘুরে গেল আরজি কর কাণ্ডের মোড়?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে ফের জোরসে কামড় বসাবে শীত! এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal Weather) তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস অবধি হ্রাস পেতে পারে। কালিম্পং এবং দার্জিলিংয়ের উচ্চভূমিতে বর্ষণ ও সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু জায়গাগুলিতেও বরফ পরতে পারে। সেই সঙ্গেই উত্তরবঙ্গে দেখা দিতে পারে কুয়াশার দাপট। এরপ ফলে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। এর প্রভাবে বিঘ্নিত হতে পারে সেখানকার পরিবহণ ব্যবস্থা। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীত আসতে কিছু দেরি হলেও উত্তরবঙ্গে ক্রমেই ঠাণ্ডার দাপট বৃদ্ধি পাবে। তুষারপাত হতে পারে সিকিম এবং সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু স্থানগুলিতে। সেই সঙ্গেই কমতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকে আরও বেশি পারদ পতন হতে পারে বলে জানানো হয়েছে।