টানা তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বুধে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আগাম খবর

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে শীত পড়ছে। চলতি সপ্তাহের শেষের দিক থেকেই বাংলায় কামড় বসাবে শীত (Winter Forecast)। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Department)। ভোরের দিকে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। সকালেও শিরশিরানি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর তিনদিন পরই পারদ নামবে রাজ্যে। ১৫ই নভেম্বরের দিক থেকে শীতের আমেজ আসবে উত্তর, দক্ষিণ (South Bengal Weather) দুই বঙ্গেই।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদে আপাতত গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। আগামী ৪-৫ দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা হ্রাস পাবে। তবে এখনই তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ভোর ও রাতের দিকে কুয়াশার দাপটও বাড়বে। শীতের আমেজ বাড়বে শহরজুড়েও। পথে দেরি হলেও শীতের আগমন আর বেশি দূরে নয়।

আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। আগামী ৩-৪ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ওদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস।

south bengal weather

আরও পড়ুন: বিরাট ‘আয়োজন’! আর জি কর কাণ্ডের সঞ্জয়ের জন্য যা করছে পুলিশ… ফাঁস হতেই শোরগোল শুরু

উত্তরবঙ্গে (North Bengal Weather) চলতি সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ৩ দিন বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেও। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হবে না কোথাও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর