বাংলা হান্ট ডেস্ক: হু হু করে নামছে তাপমাত্রা। বঙ্গবাসীর দুয়ারে শীত। উত্তরবঙ্গের পাশাপাশি পাল্লা দিয়ে তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে রাজ্যের একাধিক জেলায়। সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রা। সবমিলিয়ে শনি-রবি কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা। উইকেন্ডে আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ১৫ ডিসেম্বরের পর থেকে আরও নামবে পারদ। জাঁকিয়ে ঠান্ডা পড়বে সর্বত্র।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাও। ২০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও দিনভর পরিষ্কার আকাশ থাকবে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা বাড়বে৷ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে আগামী পাঁচ- সাত দিন বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা। ওদিকে নিম্নচাপের ভ্রূকুটি রয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের আগামী ৪৮ ঘণ্টায় একটি নিম্নচাপে তৈরী হতে পারে। শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুতে মূলত এর প্রভাব পড়বে।
আরও পড়ুন: ‘দ্রুত তালিকা প্রকাশ করুন’, বিরাট নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট, কাদের খুলছে কপাল?
শনি ও রবিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রিরও নীচে নামতে পারে । দক্ষিণের জেলাগুলিতে ঘন কুয়াশার সাথেই থাকবে উত্তুরে হাওয়ার দাপট। এদিকে উত্তরবঙ্গেরও (North Bengal Weather) জেলাগুলিতেও আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।