বিকেল হতেই ঝমঝমিয়ে বৃষ্টি! দক্ষিণবঙ্গে শীত নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই ধীরে ধীরে নামছে পারদ। এবার সোয়েটার-চাদর বের করার পালা। ভোরের দিকে শিরশিরানি অনুভব হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। টান ধরছে হাতে-পায়ে। শীত এল বলে। তবে এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাহলে কি শীতের পথে ফের কাঁটা হবে বর্ষণ? কি জানাচ্ছে হাওয়া অফিস (Weather Department)?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ৪-৫ দিনের মধ্যে রাতের দিকের তাপমাত্রা ৩- ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দু-তিন দিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমবে। চলতি সপ্তাহের শেষের দিকেই শীত অনুভব হবে। সপ্তাহন্তে জোরসে কামড় বসাতে পারে শীত। উইকেন্ডে তিলোত্তমাতেও ঠাণ্ডার দাপট খানিকটা বাড়তে পারে।

আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায়। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে শীতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। রাজ্যে ধীরে ধীরে কনকনে উত্তুরে হাওয়া ঢুকছে। যার ফলে তাপমাত্রা ক্রমশ কমবে।

শুক্রবার থেকে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার দ্রুত পতন হবে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে শীত পড়তে শুরু করবে। তবে রাজ্যে জাঁকিয়ে শীত কবে পড়বে সেই নিয়ে কোনো পাকাপাকি আপডেট দেয়নি আবহাওয়া দপ্তর। মনে করা হচ্ছে সেই জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে।

south bengal weather

আরও পড়ুন: মাসে মাসে ১০০০, জানেন কত মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দেয় রাজ্য? আসল পরিসংখ্যান সামনে আসতেই শোরগোল

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টি চলবে। উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বাকি কোথাও আপাতত বৃষ্টি হবে না। কুয়াশার দাপট থাকবে দুই দিনাজপুর ও মালদায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার আরও পতন ঘটবে চলতি সপ্তাহেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর