বাংলা হান্ট ডেস্ক: আস্তে আস্তে শীত পড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ভোর ও রাতের দিকে বেশ শিরশিরানিও হচ্ছে। আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে শীতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। রাজ্যে ধীরে ধীরে কনকনে উত্তুরে হাওয়া ঢুকছে। এ অবস্থায় চলতি সপ্তাহেই ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে তাপমাত্রার পতনের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দু-তিন দিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমবে। চলতি সপ্তাহের শেষের দিকেই শীত অনুভব হবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই শীতের প্রবেশ ঘটবে। আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, আজ বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ থেকেই তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার দ্রুত পতন হবে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে শীত পড়তে শুরু করবে চলতি সপ্তাহ থেকেই। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশার (Fog) সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাতের দিকেও কুয়াশার দাপট বাড়বে। উইকেন্ডে বেশ শিরশিরানি অনুভূত হবে। আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন: বিমল গুরুং অতীত! পাহাড়ে তৃণমূলের ভরসা অনীত থাপা! মমতা সাফ বললেন…
উত্তরবঙ্গেও (North Bengal Weather) শীত পড়তে শুরু করেছে। আজ পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের এর কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। আগামীকালও বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।