বাংলা হান্ট ডেস্ক: রাজ্য জুড়ে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই তাপমাত্রা নেমেছে রাজ্যে। সপ্তাহন্তে মনোরম আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নতুন সপ্তাহ অর্থাৎ আগামীকাল থেকেই আরও তাপমাত্রা নামতে পারে। সোমবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আগাম আপডেট।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবারে উত্তুরে হাওয়া জাঁকিয়ে বসতে শুরু করেছে গোটা রাজ্যেই। ইতিমধ্যেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমেছে। আবহাওয়া দপ্তরের আপডেট, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। অর্থাৎ এবারে জোরসে কামড় বসাতে পারে শীত।
গত কয়েকদিনেই রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রার আরও পতন হবে আগামী সপ্তাহে।
আরও পড়ুন: ভারতে বন্ধ হয়ে যাবে হোয়াট্সঅ্যাপ? জনস্বার্থ মামলা হতেই বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট, তোলপাড়
উত্তরবঙ্গের দার্জিলিং এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশার দাপট যাচ্ছে। সকাল ও রাতের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। শহর কলকাতায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮-১৯ ডিগ্রির আশেপাশে। নতুন সপ্তাহেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বৃষ্টি হবে না কলকাতাতেও।
আরও পড়ুন: কিছুদিন আগেই বেড়েছে টাকা! ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট! খুশি মহিলারা
উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে দ্রুত তাপমাত্রার পতন হচ্ছে। আগামীকাল থেকে আরও নামতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টির পূর্বাভাস কেবলমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায়।