বাংলা হান্ট ডেস্ক: অনুকূল পরিস্থিতি রয়েছে। রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। বাড়ছে ঠান্ডার আমেজ। আবহাওয়া দপ্তরের (Weather Update) পূর্বাভাস, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আরও কিছুটা নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তাহলে কি শীঘ্রই জাঁকিয়ে শীত? কি বলছে আবহাওয়া দপ্তর?
এক নজরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট থাকবে। শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার বেশ নেমেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা।
পশ্চিমের জেলা ছাড়াও সকাল ও রাতের দিকে কম-বেশি কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আপাতত গোটা রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। চলতি সপ্তাহে এমনই থাকবে আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গোটা রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া এখন সাত দিন চলবে।
আরও পড়ুন: ‘সুপ্রিম কোর্ট তো জামিন দিতে বারণ করেনি’! সন্দীপকে পাল্টা বিচারক যা বললেন … তোলপাড়
আরও পড়ুন: শীতকালেও কথা বলবে আপনার ত্বক! শুধু মেনে চলুন এই কয়েকটি টিপস্, রুক্ষ স্কিনও হবে ঝলমলে
কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনো জেলাতেই আগামী সাতদিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও বৃষ্টি হবে না। তবে উত্তরে বেশ কিছুটা পারদ পতন হবে। কনকনে উত্তুরে হাওয়া ও কুয়াশা দুইয়েরই দাপট থাকবে উত্তরের জেলাগুলিতে।