বাড়ছে উত্তুরে হওয়ার দাপট! আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের ২১ তারিখ হয়ে গেলেও এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। লেপ, সোয়েটার তো দূর, দিনের বেলায় অস্বস্তিতে পাখা পর্যন্ত চালাতে হচ্ছে। এই অবস্থায় কনকনে শীতের আশায় দিন গুনছে সকলে। আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে আগামী পাঁচ দিনেও কলকাতা-সহ গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। অর্থাৎ হাড় কাঁপানো শীত এখনই নয়।

আপাতত গোটা বঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দপ্তরের (Weather Update) পূর্বাভাস, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে শিরশিরানি বাড়লেও জাঁকিয়ে শীত এখনও দূরে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঠান্ডার আমেজ ভরপুর। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট বাড়বে। আপাতত কয়েক দিন শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। চলতি সপ্তাহে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন: কাপুর পরিবারের ‘অচল পয়সা’, কোনোদিন পাননি লিড রোল, কেউ মনেই রাখেননি এই অভিনেতাকে

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কম-বেশি কুয়াশার দাপট রয়েছে। আপাতত গোটা রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ বেশ রয়েছে। বিশেষত দার্জিলিং ও কালিম্পঙে।

Winter update South Bengal weather Kolkata North Bengal West Bengal weather update 20th November

আরও পড়ুন: নয়া নিয়ম কেন্দ্রের! বদল আসছে কলকাতার এইসব গাড়িতে! দেখুন, রেজিস্ট্রেশনের জন্য খরচ কত হবে

আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও বৃষ্টি হবে না। চলতি সপ্তাহে তাপমাত্রাও খুব একটা হেরফের হবে না। কনকনে উত্তুরে হাওয়া ও কুয়াশা দুইয়েরই দাপট বাড়বে উত্তরের জেলাগুলিতে।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর