বাংলা হান্ট ডেস্ক: শীতের শিরশিরানি বেড়েছে। মনোরম আবহাওয়া রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। যেমন আবহাওয়া রয়েছে তেমনটাই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তে পরিষ্কার থাকবে আকাশ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, (Weather Update) সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী দু’দিনে তা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে যেতে পারে। তবে এর সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি না কলকাতাতেও। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতের সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ হেরফের হবে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হবে না।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, একাধিক প্রকল্প নিয়ে সুখবর শোনালেন মমতা
উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় কুয়াশার জন্য জারি রয়েছে সতর্কতা। পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় সহ বেশ কিছু জেলায় কুয়াশার দাপট থাকতে পারে। চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত তাপমাত্রা আর খুব একটা নামার সম্ভাবনা নেই।