বাংলা হান্ট ডেস্ক: ঘূর্ণিঝড় দানা সেভাবে প্রভাব ফেলতে না পারলেও কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এখনও জলমগ্ন হয়ে রয়েছে কিছু এলাকা। এরই মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক জেলায়। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
ধেয়ে আসছে বৃষ্টি…
আগামী দু’ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস। জানিয়ে রাখি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যদিও ভারী বৃষ্টি কোথাও হবে না। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
এদিকে দানা’র দুর্যোগ কেটে গেলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কালীপুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরেও। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
আগামীকাল রবিবার বাড়বে বৃষ্টি। ২৭ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আপাতত ৩১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে দানার প্রভাবে গত কয়েকদিনে কিছুটা নেমেছে তাপমাত্রা।
আরও পড়ুন: কেন্দ্রের পথে রাজ্য! পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের DA কত শতাংশ বাড়ছে? জানলে রাগ হবে
উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি ভিজবে। দুই দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৩১ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।