বাংলা হান্ট ডেস্ক: ফের আবহাওয়ার ভোলবদল। বছর শেষেও জাঁকিয়ে ঠান্ডার কোনো দেখা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে ক্ষণে ক্ষণে হাজির হচ্ছে বৃষ্টি। চলতি সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাপমাত্রাও ওঠা-নামা করবে রোলার কোস্টারের মতো। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়। আজ ফের এ রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
এছাড়া কলকাতা (Kolkata), হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও বৃষ্টি হতে পারে। এছাড়া আপাতত ১ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় আবহাওয়া শুকনো থাকবে। আজ অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে।
আজ তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। সপ্তাহান্তে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। সামান্য বাড়বে তাপমাত্রা। এরপর ফের ২- ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তারপরে কমবে পারদ। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা।
আরও পড়ুন: জারি বিজ্ঞপ্তি! কেন্দ্রের পর এবার পশ্চিমবঙ্গেও ফিরছে পাশ-ফেল প্রথা? বড় আপডেট
উত্তরবঙ্গে (North Bengal) উইকেন্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং-এ। আজ উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না। তবে ২৮ এবং ২৯ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে জলপাইগুড়ি এবং কালিম্পঙে বৃষ্টি হবে। এছাড়া বাকি সব জেলায় শুকনো থাকবে আবহাওয়া।