বাংলা হান্ট ডেস্ক: বছর শেষ হতে চললেও জাঁকিয়ে শীত জুটলো না দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কপালে। ক্ষণে ক্ষণে ওঠা-নামা করছে পারদ। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এ বছর আর হাড় কাঁপানো শীতের সম্ভাবনা নেই। পাশাপাশি দফায় দফায় হতে পারে বৃষ্টি। আজ শনিতেও ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সবমিলিয়ে কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া? রইল সম্পূর্ণ পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কদিন স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কিছুটা কম থাকলেও জোরসে কামড় বসাতে পারবে না শীত। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও আজ বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। পাশাপাশি বৃষ্টি হবে না কলকাতাতেও (Kolkata)।
আগামীকাল ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দক্ষিণের আর বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তারপর থেকে অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই। ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে রাজ্যে। যার প্রভাব পড়তে পারে বাংলায়। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে রবিবারের পর থেকে। পাশাপাশি ভোরের দিকে থাকতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা।
আরও পড়ুন: শিল্প-সঙ্গীতে অপূরণীয় ক্ষতি, রতন টাটা থেকে জাকির হুসেন, ২০২৪ এ হারিয়ে গেলেন যাঁরা
উত্তরবঙ্গে (South Bengal Weather) আজ বৃষ্টি না হলেও আগামীকাল ভিজতে পারে একাধিক জেলা। ২৯ ডিসেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং-এ।