বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। ডিসেম্বর হতাশ করলেও জানুয়ারি হতাশ করবে না বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওয়েদার ডিপার্টমেন্ট জানাচ্ছে, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতন হবে। ফের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কলকাতায় কততে নামবে তাপমাত্রা? জানুন আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। পাশাপাশি নামবে তাপমাত্রাও। আজ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। যদিও শনি ও রবিবার তাপমাত্রা ফের একটু বাড়তে পারে।
আগামী কয়েকদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিন ও রাতের তাপমাত্রা কমবে দুইই। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্তও কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে এক ধাক্কায় নেমে যেতে পারে পারদ। অর্থাৎ শীতের আমেজ থাকবে ভরপুর।
আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কুয়াশার প্রভাব থাকবে। সকাল ও রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যের প্রায় সব জেলাতেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার অধিক দাপট থাকবে। ঘন কুয়াশার সতর্কতাও থাকবে কোথাও কোথাও।
আরও পড়ুন: শটের মাঝে প্রসেনজিৎকে ‘হারামজাদা’ বলে গালিগালাজ! কী ঘটেছিল অনামিকা সাহার সঙ্গে?
উত্তরবঙ্গে (North Bengal Weather) হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও। দার্জিলিং, কালিম্পঙ-এ শীতের দাপট বাড়বে। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি উত্তরের সব জেলাতেই কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে।