বাংলা হান্ট ডেস্ক: পারদ পতন হচ্ছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, আগামীকাল ও পরশু বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। তবে ৫ নভেম্বর ফের ভিজবে দক্ষিণের কয়েকটি জেলা। মঙ্গলবার ও বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। এরপর আবহাওয়ার পরিবর্তন। ৭ আর বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোথাও।
আগামী ২ দিনে কমবে তাপমাত্রা। গাঙ্গেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২- ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪-২৫ ডিগ্রির ঘরে। আপাতত কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া।
রবিবারও বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আগামী সপ্তাহ থেকেই শীতের দাপট বাড়ার সম্ভাবনা। আপাতত দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪ দিনে শীতের আমেজ মালুম হবে দুই বঙ্গেই।
আগামীকাল কলকাতায় শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ধীরে ধীরে কমবে তাপমাত্রার পতন হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মূলত পরিষ্কার থাকবে আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: একি কাণ্ড! বিবাহিত মহিলা পেলেন ‘কন্যাশ্রী’র টাকা, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নিয়ে হৈচৈ
আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদহ সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। যদিও সমস্ত জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কিছু অংশে হতে পারে বৃষ্টি। আগামী চার দিনে অন্তত ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে উত্তরের বিভিন্ন জেলায়।
‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই