বছরের শেষ দিনে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে হবে শিলাবৃষ্টি: আজকের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শেষের দিনে। ২০২৪ পেরিয়ে এবার ২০২৫-এ পা। আজ ৩১ ডিসেম্বর, বর্ষবরণের রাত আর এই দিনটি মানেই সেলিব্রেশন। কিন্তু আবহাওয়া যেন গিরগিটি। এই ঠান্ডা তো এই বর্ষণ। নতুন বছরের খুশিও মাটি করবে না তো বৃষ্টি? কতটা ঠান্ডা পড়বে? কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বর্ষবরণের রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। এদিকে নামবে তাপমাত্রাও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই ২-৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে আগামী কয়েক দিনে। সুতরাং বছর শেষে ফিরছে শীতের আমেজ।

নিউ ইয়ারের শুরুতে কলকাতার পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। আজ ৩১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। নতুন বছরে ১ এবং ২ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আজ আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। আগামী ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির নিচে নেমে যেতে পারে পারদ। অর্থাৎ এবার জোরসে শীতের কামড়। বছরের শুরুতেই জমিয়ে শীতের আমেজ রাজ্য জুড়ে।

Winter in Kolkata South Bengal weather West Bengal North Bengal weather update 23rd December

আরও পড়ুন: উল্কার গতিতে উত্থান, ৩ বছরে ১৭ টি হিট দিয়ে রেকর্ড! চোখে জল আনবে অভিনেতার শেষ পরিণতি

এদিকে আজ ও আগামীকাল তুষারপাত হতে পারে দার্জিলিং এ। কালিম্পংয়ে হতে পারে শিলাবৃষ্টি। এছাড়া উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় অনেকটা নেমেছে তাপমাত্রা। আরও পারদ পতনের পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে। কনকনে শীতে হাড় কাঁপাড় জোগাড়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর