বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টির পালা কেটেছে। এবার ধীরে ধীরে নামবে পারদ। আপাতত দু’দিন তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবারের মধ্যে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। আর ১৫ই ডিসেম্বর এর পর থেকে কামড় বসাবে শীত। রাজ্যে জাঁকিয়ে শীতের প্রথম ইনিংস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। সপ্তাহান্তে অনেকটাই পারদ পতন হবে। বৃহস্পতিবার থেকে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৬ ডিসেম্বর থেকে এক ধাক্কায় পারদ পতনের পূর্বাভাস। ৯ ডিসেম্বরের পর কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বলে পূর্বাভাস। ১২ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো শীত পড়ার সম্ভাবনা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের ১৫ থেকেই শীতের ঝোড়ো ব্যাটিং শুরু। সেই সময় দার্জিলিং ৪, কালিম্পং ৬, এমনকি পাল্লা দিয়ে পুরুলিয়া ৬, কলকাতা ১০ ডিগ্রিতেও তাপমাত্রা নেমে যেতে পারে। আপাতত সাত দিন গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস (Weather Department)।
আরও পড়ুন: গোদের ওপর বিষফোঁড়া GST! একধাক্কায় আয় কমছে পুরসভাগুলির! রেহাই পেতে কি পরামর্শ রিজার্ভ ব্যাঙ্কের?
আবহাওয়া অফিস জানাচ্ছে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টি হবে না।
আরও পড়ুন: DA বাড়ল অবশেষে! সরকারি কর্মীদের জন্য ঘোষণা করে দিল রাজ্য সরকার, কত শতাংশ?
আপাতত দু’দিন উত্তরে (North Bengal Weather) শুকনো থাকবে আবহাওয়া। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই বৃহস্পতিবারের আগে। তারপর থেকে নামবে পারদ। জাঁকিয়ে শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে।