শীতের মাঝেই আগামী সপ্তাহে ঝেঁপে বৃষ্টি! কোথায়, কবে? আবহাওয়ার আগাম আপডেট

বাংলা হান্ট ডেস্ক: বাড়ছে শীতের আমেজ। শুক্রবার শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বেশ উপভোগ করছেন শীতপ্রেমীরা। জানুয়ারি হয়তো ডিসেম্বরের মত নিরাশ করবে না। এমনটাই ভাবছেন সকলে। তবে এরই মাঝে দোসর হচ্ছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোন কোন জেলা ভিজবে? বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Department)।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার পর্যন্ত একই রকম থাকবে তাপমাত্রা। শীতের আমেজ থাকবে ভরপুর। সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষে ফের সেই আমেজ মাটি করবে পশ্চিমী ঝঞ্ঝা। আবারও আবহাওয়ার বদল হতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। এক হাফে ফের চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

South Bengal Weather

আরও পড়ুন: Grocery’র পর এবার Ambulance Service! ১০ মিনিটেই খেল দেখাবে Blinkit! কবে থেকে পাবেন?

সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। তবে ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টি হবে না কোথাও। দক্ষিণবঙ্গের একাধিক পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কুয়াশায় সতর্কতা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশার প্রভাব দেখা যাবে। মূলত সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।

South Bengal Weather

আরও পড়ুন: OMG!এবার WiFi পেয়ে যাবেন ডোমেস্টিক ফ্লাইটেও! আত্মহারা বিমানযাত্রীরা, বিস্তারিত জানুন এক ক্লিকেই

উত্তরবঙ্গে (North Bengal Weather) ফের বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিং-এ বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হবে। হতে পারে তুষারপাতেরও। আবহাওয়া দফতরের পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়াররে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার নাগাদ। তাপমাত্রাও সামান্য বাড়বে এই সময়ে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর