বাংলা হান্ট ডেস্ক: ফের আবহাওয়ার পরিবর্তন। নয়া বছরে এসেও শীতের ঘন ঘন মুড সুইং। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে এক ধাক্কায় কমবে ঠান্ডার আমেজ। তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে আগামী চব্বিশ ঘণ্টায় শীতের আমেজ থাকবে উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) দুই বঙ্গেই।
নিউ ইয়ার থেকে হু হু করে তাপমাত্রা কমতে শুরু করেছে গোটা রাজ্যেই। বাদ যায়নি কলকাতাও (Kolkata)। ইতিমধ্যে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির গন্ডি ছুঁয়েছে। সবমিলিয়ে বেশ শীত উপভোগ করছিল বঙ্গবাসী। তবে ফের ছন্দপতন। কিন্তু কেন? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের শীতল হাওয়া আটকে রয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে আগত পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। দুইয়ের জেরে বাড়বে তাপমাত্রা।
রবিবার ছুটির দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। তবে বৃষ্টি হবে না। সাত তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া। এদিকে বৃষ্টি না হলেও সকালের দিকে ভোগাতে পারে কুয়াশা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কুয়াশায় দাপট বেশি থাকবে। যদিও কোনো সতর্কতা জারি নেই।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে বিক্ষিপ্ত ভাবে খুব হালকা কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে সকালের দিকে দক্ষিণের একাধিক জেলায় দৃশ্যমানতা বেশ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়ারে পরিবর্তন হলে কমবে কুয়াশারে দাপটও। এদিকে জাঁকিয়ে ঠান্ডা নিয়ে এখনও কোনো আশার খবর শোনাতে পারেনি হাওয়া অফিস।
আরও পড়ুন: জানুয়ারি জুড়ে হবে উল্কাবৃষ্টি, আতশবাজির মত দেখা মিলবে আকাশে, নজর রাখুন রাত বাড়লেই !
উত্তরের আবহাওয়া: উত্তরে (North Bengal Weather) ভরপুর শীতের আমেজ রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার থেকে উত্তরেও তাপমাত্রা বাড়বে। পাশাপাশি আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায়। মঙ্গলবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। হালকা বৃষ্টির সম্ভাবনা।