বাংলা হান্ট ডেস্ক: বাড়বে তাপমাত্রা, ফের একবার কমবে শীতের দাপট। এমনটাই জানাল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও আগামীকাল থেকে চড়বে পারদ। সোমবার থেকে এক ধাক্কায় কমবে ঠান্ডার আমেজ। তারপর পরবর্তী তিনদিন একই রকম থাকবে তাপমাত্রা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের শীতল হাওয়া আটকে রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আগত পূবালী হাওয়ার প্রভাব বাড়ছে। সবমিলিয়ে বাড়বে তাপমাত্রা। রবিবার থেকে আগামী তিন দিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। তারপর বুধবার থেকে ফের ফিরবে শীতের আমেজ। নামবে পারদ।
আগামী শনিবার থেকে পরবর্তী দু’দিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। যদিও জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই এখনই। জাঁকিয়ে ঠান্ডা নিয়ে এখনও কোনো ভালো খবর শোনাতে পারেনি আবহাওয়া অফিস। এদিকে রবিবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে রাজ্যে। একাধিক জেলায় মূলত উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব বাড়বে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আকাশ অংশত মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হবে না। আগামী ৩-৪ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।
আরও পড়ুন: একধাক্কায় কয়েক বছর এগিয়ে যাবে গল্প, ‘জগদ্ধাত্রী’ থেকে বিদায় নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ অভিনেত্রী!
এক নজরে উত্তরের আবহাওয়া: আজ উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে (North Bengal Weather) তাপমাত্রা বাড়বে আগামীকাল থেকে। মঙ্গলবার হবে বৃষ্টিও। হালকা ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। পাশাপাশি থাকবে কুয়াশার দাপট।