ঝমঝমিয়ে বৃষ্টি! দোসর হাড়কাঁপানো শীত? আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের প্রথম সপ্তাহে এসে কিছুটা কমলো তাপমাত্রা। তবে উত্তুরে হওয়ার দাপট সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। সকাল ও রাতের দিকে হালকা শিরশিরানি হলেও আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের দেখা মিলতে কিছুটা দেরি আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কবে শীত হানা দিতে পারে সেই বিষয়েও আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Department)।

এক নজরে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ই নভেম্বরের দিক থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝিতেই নামবে তাপমাত্রার পারদ। তার আগে আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে শীতের আগমনের সময়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে রবিবার নাগাদ ফের বৃষ্টি হতে পারে। মূলত উপকূলের ৩ জেলায় বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। ১০ তারিখ শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া।

শহর কলকাতায় (Kolkata) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী ৪-৫ দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলা গুলিতে। তবে তারপর থেকে নামবে তাপমাত্রা।

south bengal weather

আরও পড়ুন: ‘পারফরম্যান্সই শেষ কথা’! দলে বড় সাংগঠনিক রদবদল! অভিষেকের এক ঘোষণায় তোলপাড়

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। শনিবার পর্যন্ত সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের (North Bengal Weather) কোথাও। দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রবিবার হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে সোম ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর